শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারিই সার, দলের গোষ্ঠীদ্বন্দ্বে তছনছ ডিরোজিও কলেজ
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এবার তছনছ কলেজ। দলের দুই নেতার সংঘাতের জেরে আজ ভাঙচুর চলল ডিরোজিও কলেজে। পুরোভাগে ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া তাপস চ্যাটার্জি।
শিক্ষাঙ্গনে অশান্তি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু সেই ঘোষণায় দলের নেতা-মন্ত্রীরা যে কান দিতে নারাজ, তা প্রমাণ হল আরও একবার। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং
রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের এই দুই হেভিওয়েটের অনুগামীদের সংঘর্ষে নিউটাউনে উত্তেজনা ছড়িয়েছে বারবার। এবার সেই সংঘর্ষই ছড়াল ডিরোজিও কলেজের
অন্দরে।
মঙ্গলবার ২১ জুলাইয়ের সমাবেশের প্রচারসভা ঘিরেই আচমকা উত্তেজনা চরমে ওঠে। বেপরোয়া ভাঙচুর চলে কলেজে। কাকলি ঘোষ দস্তিদারের ছত্রছায়ায় তাপস চ্যাটার্জি তৃণমূলে যোগ দেওয়ার দিনেই নিউটাউনে
বিক্ষোভ দেখান সব্যসাচী দত্তর অনুগামীরা। সব্যসাচী দত্তই ডিরোজিও কলেজের পরিচালন সমিতির সভাপতি। এদিনের গোলমালের নেপথ্যে সেই তাপস চ্যাটার্জিই কাঠগড়ায়।
তাঁর সামনেই চরমে ওঠে হামলা। অথচ তৃণমূলে নিউ কামার তাপস চ্যাটার্জি তা মানতে নারাজ। কিন্তু জেলা টিএমসিপি নেত্রীর বক্তব্যেই ধরা পড়েছে কলেজে দখলদারি ইঙ্গিত। অধ্যক্ষ নিজেও ওই সভা ঘিরে অশান্তির
আশঙ্কা করেছিলেন। রাজনৈতিক মহলের ধারণা, দুহাজার ষোলোর বিধানসভা ভোটে রাজারহাট নিউটাউন আসনটি পাখির চোখ করেছেন তাপস চ্যাটার্জি। সেই লক্ষ্যেই বর্তমান বিধায়ক সব্যসাচী দত্তকে কোণঠাসা
করতে সাংসদের মদতে তত্পর হয়েছেন তিনি।