কটুক্তির প্রতিবাদ করে টিএমসিপি নেতার গলাধাক্কা, লাথি খেলেন অধ্যাপক

ফের কলঙ্কিত শিক্ষাঙ্গন। ক্যাম্পাসের ভিতরেই অধ্যাপককে লাথি, গলাধাক্কা দিল ছাত্রনেতা। কারণ, ওই ছাত্রনেতার কটূক্তির প্রতিবাদ করেছিলেন অধ্যাপক। রাজাবাজার সায়েন্স কলেজে নিগৃহীত হলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্করচন্দ্র দাস। অভিযুক্ত ছাত্র সৌরভ অধিকারী TMCP নেতা।

Updated By: Feb 20, 2014, 11:43 PM IST

ফের কলঙ্কিত শিক্ষাঙ্গন। ক্যাম্পাসের ভিতরেই অধ্যাপককে লাথি, গলাধাক্কা দিল ছাত্রনেতা। কারণ, ওই ছাত্রনেতার কটূক্তির প্রতিবাদ করেছিলেন অধ্যাপক। রাজাবাজার সায়েন্স কলেজে নিগৃহীত হলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্করচন্দ্র দাস। অভিযুক্ত ছাত্র সৌরভ অধিকারী TMCP নেতা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে অভিযোগ জানিয়েছেন নিগৃহীত অধ্যাপক। ক্লাস নিয়ে টিচার্স রুমে ফিরছিলেন। হঠাতই উড়ে এল কটূক্তি। ছাত্রের মুখে গালাগালি শুনেই প্রতিবাদ করেছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্করচন্দ্র দাস। হুমকি, গলাধাক্কা এমনকি খোদ টিচার্স রুমে ছাত্রের কাছ থেকে লাথি। এখানেই শেষ নয়। অভিযুক্ত ছাত্রের গলায় কার্যত অনুব্রত মণ্ডলের সুর। যার বিরুদ্ধে অভিযোগ, আইটি এমটেকের ছাত্র সৌরভ অধিকারী টিএমসিপি নেতা। অভিযোগ সায়েন্স কলেজে ছাত্রভোটে নমিনেশনের দিনও অধ্যাপকদের সামনেই রীতিমতো হুমকি দিয়েছিলেন ওই ছাত্র। এবার তার গলাতেই গালাগালি শিক্ষককে উদ্দেশ করে।

.