চিংড়িহাটা ব্রিজ মেরামতির জের, মা ফ্লাইওভারে ২০ মিনিটের পথ পেরতে সময় লাগছে ২ ঘণ্টা
রুবী থেকে বেলেঘাটা পর্যন্ত গাড়ির গতিবেগও অত্যন্ত ধীর। কুড়ি মিনিটের পথ পেরতে কার্যত সময় লাগছে ঘণ্টা দুই। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা।
নিজস্ব প্রতিবেদন: এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া। কাজ চলার কারণে চিংড়িহাটা ফ্লাইওভার আগেই বন্ধ ছিল, বৃষ্টিতে আরও বাড়ল দুর্ভোগ। শনিবার সকাল থেকেই কার্যত থমকে রইল বাইপাস। দীর্ঘ যানযটে ঘণ্টার পর ঘণ্টা মা ফ্লাইওভারে আটকে থাকলেন নিত্যযাত্রীরা। রুবী থেকে বেলেঘাটা পর্যন্ত গাড়ির গতিবেগও অত্যন্ত ধীর। কুড়ি মিনিটের পথ পেরতে কার্যত সময় লাগছে ঘণ্টা দুই। সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রীরা।
ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিসের ফেসবুক পেজে কয়েকটি আপডেট দিয়ে জানানো হয়েছে মা ফ্লাইওভারের সমস্যার কথা। তাঁরা জানিয়েছেন চিংড়িঘাটায় কাজ চলায় সেই রাস্তা বন্ধ রাখা হয়েছে। কাজেই মা ফ্রাইওভারে মন্থর হয়েছে ট্রাফিক। যদিও সকালের তুলনায় এখন কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। পাশাপাশি কলকাতা ট্রাফিক পুলিসের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, খুব শীঘ্রই স্বাভাবিক হবে বাইপাসের যান চলাচল।
আরও পড়ুন: বউবাজারে বিপর্যয়! শুরু হল ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কাজ