পাঁচশোর নোটে ফাইনের টাকা নিতে অস্বীকার, আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট

বাতিল পাঁচশোর নোটে ফাইনের টাকা নিতে অস্বীকার। আক্রান্ত হলেন ট্রাফিক সার্জেন্ট। তাঁকে বেধড়ক মারধর করে দুই বাইক আরোহী। গ্রেফতার করা হয়েছে এক বাইক আরোহীকে । সোমবার, সকাল ১১ টা, ল্যান্সডাউন মোড়ে ডিউটি করছিলেন ট্রাফিক সার্জেন্ট শৌভিক সরকার।

Updated By: Nov 14, 2016, 05:55 PM IST
পাঁচশোর নোটে ফাইনের টাকা নিতে অস্বীকার, আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট

ওয়েব ডেস্ক: বাতিল পাঁচশোর নোটে ফাইনের টাকা নিতে অস্বীকার। আক্রান্ত হলেন ট্রাফিক সার্জেন্ট। তাঁকে বেধড়ক মারধর করে দুই বাইক আরোহী। গ্রেফতার করা হয়েছে এক বাইক আরোহীকে । সোমবার, সকাল ১১ টা, ল্যান্সডাউন মোড়ে ডিউটি করছিলেন ট্রাফিক সার্জেন্ট শৌভিক সরকার।

আরও পড়ুন রোববারের লাইন এখন মাংসের দোকানের সামনে নয়, ব্যাঙ্ক, এটিএমের সামনে!

হঠাতই দেখেন, তাঁর সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে একটি মোটরবাইক। দুই আরোহীর কারও মাথায় হেলমেট নেই। বাইকটিকে দাঁড় করান শৌভিক সরকার। একশো টাকা ফাইন করা হয়। বাতিল পাঁচশো টাকার নোট দেয় বাইক আরোহী । নিতে অস্বীকার করেন ট্রাফিক সার্জেন্ট । এরপরেই দুজনের মধ্যে শুরু হয় বচসা । আশপাশ থেকে আরও লোকজন নিয়ে এসে সার্জেন্টের ওপর চড়াও হয় বাইক আরোহী । ব্যাপক  মারধর করা হয় তাঁকে। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন শৌভিক সরকার। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিস। 

আরও পড়ুন  রিপন স্ট্রিটের রোশনির বিয়ে হয়েছিল সুরাটের ধনী ব্যবসায়ী পরিবারে, তাঁর এই অবস্থা!

.