৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা

বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তার জেরেই গুমোট গরমে নাজেহাল হবে মানুষ।

Updated By: Apr 8, 2021, 11:27 AM IST
৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন: প্যাচপ্যাচে গরমে বাড়বে অস্বস্তি। বেলা বাড়লে চাদিফাটা রোদে অস্থির হবে বাংলার মানুষ। তবে ৪৮ ঘণ্টার মধ্যে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 

বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তার জেরেই গুমোট গরমে নাজেহাল হবে মানুষ। তবে বইবে ঝোড়ো হাওয়া। 

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ঝাড়খণ্ডে তাপপ্রবাহের ফলে রাজ্যের  পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়বে গরম। 

 আগামী তিন দিন—৮, ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাতেরও পূর্বাভাস র‌য়েছে। আগামী ১০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতেও। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চতুর্থ দফা ভোটের দিন অর্থাৎ ১০ এপ্রিল হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনাতেও হতে পারে বৃষ্টি। শনিবার কলকাতায় দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

আজ মেদিনীপুর সহ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

.