অবসাদ না অভাব? রিজেন্ট পার্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গোটা পরিবারের

লকডাউনের জেরে সেই আর্থিক সমস্যা আরও চরম আকার ধারণ করে। 

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 26, 2020, 01:05 PM IST
অবসাদ না অভাব? রিজেন্ট পার্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গোটা পরিবারের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন : বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল গোটা পরিবার। কলকাতার রিজেন্ট পার্কের এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের ৩ জনই বাঘাযতীন হাসপাতালে চিকিৎসাধীন। পাম্প করে বিষ বের করার চেষ্টা চলছে। 

জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার সোনালি পার্ক আবাসনের বাসিন্দা ওই পরিবার। দুই ছেলেকে নিয়ে থাকতেন মা। সংসারের অভাব রয়েছে। লকডাউনের জেরে সেই আর্থিক সমস্যা আরও চরম আকার ধারণ করে। দুই ছেলের কেউ-ই কোনও কাজ করতেন না বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মায়ের একার রোজগারেই চলত সংসার। দুই ছেলের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম।

এখন করোনার জেরে লকডাউনের ফলে সেই আয় নিয়েও টানাটানি দেখা দিয়েছিল। যারফলে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছিল ওই পরিবার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অর্থকষ্টের জেরে মানসিক অবসাদ থেকেই এদিন সকালে বিষ পান করে মা ও দুই ছেলে। তবে প্রকৃত কারণ এখন স্পষ্ট নয়। ধোঁয়াশা রয়েছে। 

হাসপাতাল সূত্রে খবর, পরিবারের ৩ জনের অবস্থা-ই আশঙ্কাজনক। তাঁদের শরীর থেকে বিষ বের করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিস। 

আরও পড়ুন, বারকোড লাগানো নির্দিষ্ট রঙের ব্যাগে ফেলতে হবে করোনার চিকিৎসার বর্জ্য

.