সোশ্যাল মিডিয়ায় ঝটপট ভাইরাল হতে চান? জেনে নিন উপায়

তাই ভাইরাল হওয়ার জন্য কী করবেন আর কী করবেন না, জেনে নিন...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 9, 2020, 06:05 PM IST
সোশ্যাল মিডিয়ায় ঝটপট ভাইরাল হতে চান? জেনে নিন উপায়

নিজস্ব প্রতিবেদন: পৃথিবী এখন হাতের মুঠোয়। কথাটি এখন খুবই সত্যি। কলকাতার কোন এক গলির মোড়ের চপের দোকানের খবর এক নিমেষেই পৌঁছে যায় নিউ জার্সিতে। কী ভাবছেন আপনার হাতের মোচার চপও তো কম সুস্বাদু নয়! কই সেটা তো পৌছাচ্ছে না লন্ডন কিংবা আমেরিকায়। হ্যাঁ এর জন্যই দরকার ‘সেলফ প্রোমশন’-এর যাকে বলে স্বপ্রচার।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই করুন নিজের প্রতিভার প্রচার। কিন্তু মনে রাখবেন সব প্রচারই সমান সাড়া ফেলে না। ঠিক যেমন আপনার প্রিয় বন্ধুর ডিপি তে ১০০০ লাইক পরলেও আপনারটাই হাতে গোনা ১০০। তাই ভাইরাল হওয়ার জন্য কী করবেন আর কী করবেন না, জেনে নিন...

১) স্ট্যাটেজিক স্টেটাস: নজর দিন টাইটেল বা ক্যপশনের দিকে।  টাইটেল বা ক্যপশন যত ক্যাচি হবে ততই টানবে মানুষ। 'রোগা হওয়ার ৩ উপায়' এই ধরনের টাইটেল ট্রাফিক বাড়াতে বাধ্য।

২) যা আগে হয়নি: এখন সবাই সোশ্যাল মিডিয়ার সেলিব্রেটি। তাই এমন কিছু করুন যা সবথেকে আলাদা হয়। তাহলেই বাড়বে শেয়ার।

৩) শুধুই নয় ফেসবুক: সোশ্যাল মিডিয়া মানেই অনেকেই মনে করেন শুধুই ফেসবুক।কিন্তু ফেসবুক ছাড়াও সোশ্যাল মিডিয়াতে রয়েছে অনেক প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম,টুইটার। শেয়ার করুন সবেতেই।

৪) 'লাইক' করুন মানে বুঝে: আপনি লাইক করলেই আপনার পোস্টে যে লাইক পরবে এটা ভাবার কোন কারণ নেই। বরং আপনার  লাইক কমাতে পারে আপনার পোস্টে লাইক সংখ্যা।তাই ভেবে 'লাইক' করুন।

৫) গুজব ছড়াবেন না: খবর দিন গুজব নয়। সঠিক খবরে লিখুন নিজস্ব মতামত দেখবেন আপনার সঙ্গে সঙ্গে বাড়বে আপনার পোস্টের গুরুত্বও। একবার যদি রটে যায় আপনি ভুল খবর দেন। তাহলে আপনার জায়গা আর হবে না সোশ্যাল মিডিয়ায়।

৬) আলাদা কিছু: সবকিছুর মতোই  সোশ্যাল মিডিয়াতেও সৃজনশীলতার আলাদা কদর রয়েছে। আপনি যদি আপনার নিজস্ব সৃজনশীলতা দেখাতে পারেন তাহলে আপনার কদর পাবেনই।

আরও পড়ুন: কলাগাছ থেকে বিদ্যুৎ উৎপাদন করে NASA থেকে ডাক পেলেন বিহারের যুবক!

৭) টাইমিং’: বাসি খবরের দাম কোথাও নেই। সোশ্যাল মিডিয়াতে তো খবর তাড়াতাড়ি বাসি হয়।কারণ সোশ্যাল মিডিয়াতে ১ মিনিটে খবর পৌঁছায় গোটা বিশ্বে। তাই নজর দিন সেদিকে।

৮) ডিপিতে চমক: প্রোফাইল পিকচারে আনুন চমক। নিয়মিত বদলান প্রোফাইল পিকচার। দেখবেন ফল পাবেন।

৯) হ্যাশট্যাগ: সবসময় দিন হ্যাশট্যাগ। মাথায় রাখবেন যত বেশি হ্যাশট্যাগ তত বাড়বে আপনার পোস্টের রিচ। আর সবসময় দিন ট্রেন্ডিং হ্যাশট্যাগ।

.