বড়দিনের পার্টিতে কেমন সাজ-পোশাক করবেন জেনে নিন

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরেই ‘মেরি ক্রিসমাস’ বলে একে অপরকে উইশ করা, সেলিব্রেশন, হৈ-হুল্লোড় শুরু হয়ে যাবে। কোথাও কোথাও তো আবার বড়দিনের সেলিব্রেশন শুরুও হয়ে গিয়েছে। কেউ কেউ আবার আগামিকাল বড়দিন উদ্‌যাপন করবেন। একে বড়দিন। তার উপর আবার রবিবার। একসঙ্গে দুটো মজা। বড়দিন সেলিব্রেট তো করবেনই। তার আগে জেনে নিন কীভাবে সাজবেন এই বিশেষ দিনে-

Updated By: Dec 24, 2016, 07:43 PM IST
বড়দিনের পার্টিতে কেমন সাজ-পোশাক করবেন জেনে নিন

ওয়েব ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরেই ‘মেরি ক্রিসমাস’ বলে একে অপরকে উইশ করা, সেলিব্রেশন, হৈ-হুল্লোড় শুরু হয়ে যাবে। কোথাও কোথাও তো আবার বড়দিনের সেলিব্রেশন শুরুও হয়ে গিয়েছে। কেউ কেউ আবার আগামিকাল বড়দিন উদ্‌যাপন করবেন। একে বড়দিন। তার উপর আবার রবিবার। একসঙ্গে দুটো মজা। বড়দিন সেলিব্রেট তো করবেনই। তার আগে জেনে নিন কীভাবে সাজবেন এই বিশেষ দিনে-

১) চোখকে আরও আকর্ষণীয় করে তুলতে ডার্ক গ্রে আই স্যাডো ব্যবহার করুন। চোখের পাতায় ডবল কোট মাসকারা ব্যবহার করুন।

আরও পড়ুন বাডিতে ‘মোগলাই পরোটা’ তৈরির সবচেয়ে সহজ রেসিপিটা শিখে নিন

২) যেকোনও মেকআপ করার আগে ভালো করে ময়শ্চারাইজার ব্যবহার করুন। গোলাপি বা পিচ রঙের ব্লাশার ব্যবহার করুন।

৩) উজ্জ্বল রঙের লিপ লাইনার ব্যবহার করবেন। যেমন গোলাপি, কমলা কিংবা লাল। একই রঙের লিপস্টিক ব্যবহার করুন। তারপর সবশেষে লিপগ্লস ব্যবহার করতে ভুলবেন না। তবে লিপস্টিক কিংবা লিপ লাইনার ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখেবন, যে সমস্ত প্রোডাক্ট উচ্চমানের এবং দীর্ঘস্থায়ী, সেই সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করবেন। নাহলে সারারাত পার্টি করার সময়ে মাঝপথেই মেকআপ ভ্যানিশ হয়ে যাবে।

আরও পড়ুন ভারতীয় ছেলে এবং মেয়েদের বিয়ে নিয়ে কী মত জেনে নিন সমীক্ষায়

৪) বেশিরভাগ মেয়েরাই পার্টির সময়ে চুল খুলে রাখতে পছন্দ করেন। তবে আপনি মানানসই নতুন হেয়ারস্টাইলও করতে পারেন। মাথায় রাখবেন, যা আপনাকে মানায় এবং যাতে আপনি স্বচ্ছ্বন্দ রোধ করবেন।

.