আরও বিস্তৃত হল ফেসবুক, উইনডোজ ফোনেও দেখা মিলবে ফেসবুক ম্যাসেঞ্জারের

নিজেদের বিস্তৃতি আরও বেশি ছড়িয়ে দিতে এবার উনডোজ ফোনেও ঢুকে গেল ফেসবুক ম্যাসেঞ্জার। ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে খুব দ্রুত উইনডোজ ফোনেও পাওয়া যাবে ফেসবুক ম্যাসেঞ্জারের সুবিধা।

Updated By: Feb 24, 2014, 04:22 PM IST

নিজেদের বিস্তৃতি আরও বেশি ছড়িয়ে দিতে এবার উনডোজ ফোনেও ঢুকে গেল ফেসবুক ম্যাসেঞ্জার। ফেসবুক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে খুব দ্রুত উইনডোজ ফোনেও পাওয়া যাবে ফেসবুক ম্যাসেঞ্জারের সুবিধা।

মাইক্রোসফটের OS মোবাইলে ফেসবুক ম্যাসেজিং করাই যায়, নতুন চ্যাট অ্যাপ থেকে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। পাওয়া যাবে স্টিকারও।

বহুদিন ধরেই অ্যানড্রয়েড ও iOS ফোনে ফেসবুক ম্যাসেঞ্জার রয়েছে। এবার উইনডোজ ফোনের প্ল্যাটফর্মেও প্রবেশ করছে এই অ্যাপলিকেশন।

.