নার্গিসের রূপের ছটায় আজ উজ্জ্বল গুগলের ডুডল

আজ গুগলের হোমপেজ নার্গিসের রূপের ছটায় উজ্জ্বল। গুগলে তাদের ডুডলের মাধ্যমে প্রখ্যাত এই বলিউডি অভিনেত্রীর ৮৬তম জন্মদিন পালন করল।

Updated By: Jun 1, 2015, 09:31 AM IST
নার্গিসের রূপের ছটায় আজ উজ্জ্বল গুগলের ডুডল

ওয়েব ডেস্ক: আজ গুগলের হোমপেজ নার্গিসের রূপের ছটায় উজ্জ্বল। গুগলে তাদের ডুডলের মাধ্যমে প্রখ্যাত এই বলিউডি অভিনেত্রীর ৮৬তম জন্মদিন পালন করল।

মাদার ইন্ডিয়া, আওয়ারা-র মত অবিস্মরণীয় কিছু সিনেমা ভারতীয় চলচ্চিত্রকে উপহার দিয়ে গেছেন নার্গিস। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।

১৯৫৮ সালে নার্গিস অভিনীত মাদার ইন্ডিয়া প্রথম ভারতীয় সিনেমা হিসেবে অস্কারের সেরা বিদেশী চলচ্চিত্র বিভাগের নমিনেশন পেয়েছিল। ১৯৮০ সালে তিনি রাজ্যসভার সদস্য মনোনীত হন। তাঁর সম্মানে শ্রেষ্ঠ ন্যাশনল ইন্টিগ্রেশন সংক্রান্ত চলচ্চিত্রকে 'নার্গিস দত্ত পুরস্কার' প্রদান করা হয়। নার্গিস ১৯৫৮ সালে সহ অভিনেতা সুনীল দত্তকে বিয়ে করেন তিনি। তাঁর পুত্র সঞ্জয় দত্তও বলিউডের বিখ্যাত অভিনেতা। দুই কন্যা নম্রতা ও প্রিয়া। প্রিয়া দত্ত বর্তমানে একজন সাংসদ। ১৯৮১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৬২ বয়সে মারা যান কিংবদন্তী এই অভিনেত্রী।

 

.