নির্মল ভারতে রোল মডেল লিপিকা, 'শ্বশুর বাড়িতে শৌচাগার হলে তবেই বিয়ে'
শ্বশুর বাড়িতে শৌচাগার হলে তবেই বিয়ে। সাফ জানিয়ে দিলেন পুরুলিয়ার লিপিকা মাহাত। মেয়ের দাবি মেনে ব্যবস্থা নিচ্ছে লিপিকার পরিবার। লিপিকার সিদ্ধান্ত দারুণ খুশি জেলা প্রশাসনের কর্তারা।
ওয়েব ডেস্ক: শ্বশুর বাড়িতে শৌচাগার হলে তবেই বিয়ে। সাফ জানিয়ে দিলেন পুরুলিয়ার লিপিকা মাহাত। মেয়ের দাবি মেনে ব্যবস্থা নিচ্ছে লিপিকার পরিবার। লিপিকার সিদ্ধান্ত দারুণ খুশি জেলা প্রশাসনের কর্তারা।
একেবারে বিজ্ঞাপনের কপিবুক। টিভির পর্দা থেকে একেবারে রক্তমাংসের বাস্তবে। লিপিকার কথাও শুনেছেন তার বাবা।
অযোধ্যার সাহারজোর গ্রামের মেয়ে লিপিকা মাহাত জানেন বাড়িতে শৌচাগার না থাকার অসুবিধা। তাঁর বিয়ে ঠিক হয়েছিল বাগমুণ্ডির তোড়াং গ্রামে। লিপিকা জানতে পারেন ওই বাড়িতে নেই শৌচাগার। তখনই জানিয়ে দেন, আগে শৌচাগার। পরে বিয়ে। লিপিকার এই পদক্ষেপে দারুণ খুশি প্রশাসন।
জেলায় নির্মল বাংলা অভিযানে লিপিকাকেই রোল মডেল করতে চায় প্রশাসন। স্বাস্থ্য সচেতনা বাড়াতে লিপিকাই এখন পুরুলিয়ার প্রিয়াঙ্কা ভারতী।