প্রতারকদের নজরে আপনার Aadhaar ও PAN কার্ড! ঝুঁকি এড়াবেন কীভাবে?

রইল উপায় 

Updated By: Dec 5, 2021, 07:58 PM IST
প্রতারকদের নজরে আপনার Aadhaar ও PAN কার্ড! ঝুঁকি এড়াবেন কীভাবে?

নিজস্ব প্রতিবেদন: আধার কার্ড (Aadhaar card), প্যান কার্ড (PAN)। আমাদের দৈনন্দিন জীবনে এক গুরুত্বপূর্ণ অংশ। ব্যাঙ্ক থেকে অফিস, ছোট থেকে বড়; আজকাল যেকোনও কাজে এই দুই কার্ডের উপর আমাদের অনেকটা নির্ভর করতে হয়। তাই আর্থিক তছরুপের জন্য এই দুই কার্ডকে টার্গেট করে প্রতারকরা। আধার কার্ড, প্যান কার্ডের তথ্য হাতিয়ে আর্থিক প্রতারণার ফাঁদ পাতে।

এই ধরনের প্রতারণা এড়াতে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। কীভাবে নিজের আধার ও প্যান কার্ডের তথ্যকে প্রতারকদের হাত থেকে রক্ষা করবেন? রইল কয়েকটি টিপস।    

১) বিশেষজ্ঞদের মতে কোনও অবস্থাতেই আধার ও প্যান কার্ড নম্বর কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।

২) ফটোকপির করাতে গেলে দোকান থেকে আধার ও প্যান কার্ড ফেরত নিতে ভুলবেন না।

৩) অজ্ঞাত কোনও ওয়েবসাইটে আধার ও প্যান কার্ডের নম্বর দেওয়া ঠিক নয়।

৪) নিজের CIBIL স্কোর এবং আর্থিক লেনদেনের তথ্য নজরে রাখা প্রয়োজন।

৫) CIBIL-এ কোনও ধরনের অসঙ্গতি দেখতে পেলে পুলিসের সঙ্গে যোগাযোগ করুন।

৬) মোবাইলে কোনও ওটিপি এলে তা কারও সঙ্গে শেয়ার করবেন না। বিশেষ করে সেই ওটিপি যদি আধার, প্যান কার্ড এবং আর্থিক লেনদেন সংক্রান্ত হয়।

আরও পড়ুন: India Post Recruitment 2021: পোস্ট অফিসে চাকরির দারুণ সুযোগ, একাধিক শূন্যপদের তালিকা প্রকাশিত

আরও পড়ুন: Financial Crisis: এই চারটি নীতি যদি মেনে না চলেন তাহলে ঘোর আর্থিক সঙ্কটে পড়বেন!

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.