প্রেমিকা না থাকার যে সুবিধাগুলো ছেলেরা পায়
আপনার কোনও প্রেমিকা নেই, কিন্তু বন্ধুর প্রেমিকা দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলেন৷ আপনি হয়ত জানেন না প্রেমিকা না থাকার কত বড় বড় সুবিধা রয়েছে। সেটাই একবার দেখে নিন৷ যা দেখা কিংবা জানার পর আপনিই বলবেন, বাবা কেউ নেই দিব্যি রয়েছেন!
ওয়েব ডেস্ক: আপনার কোনও প্রেমিকা নেই, কিন্তু বন্ধুর প্রেমিকা দেখে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলেন৷ আপনি হয়ত জানেন না প্রেমিকা না থাকার কত বড় বড় সুবিধা রয়েছে। সেটাই একবার দেখে নিন৷ যা দেখা কিংবা জানার পর আপনিই বলবেন, বাবা কেউ নেই দিব্যি রয়েছেন!
নিজেই নিজের সিদ্ধান্ত নেওয়া - পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনও প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন৷ ব্যাগ নিলেন, আর চলে গেলেন৷ কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে৷ এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে৷
লাখো সুন্দরীর ভিড়ে - একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনও অপরাধবোধ কাজ করবে না৷ যার সঙ্গে ফ্লার্ট করবেন সে-ও খারাপ ভাববে না৷ আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে৷
একা থাকুন, রোগা থাকুন - ব্রিটেনে এক গবেষণায় দেখা গিয়েছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়৷ ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ওই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে৷ একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না৷
অফুরন্ত সময় - যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা সিনেমা দেখার সময় পায়৷ একটা উত্তরই পাবেন, সময়ই পাই না৷ আর একা থাকলে নিজের ইচ্ছে মতো সিনেমা দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়!
আরামের ঘুম - এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছে যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়৷ আর যদি একা থাকেন কোনও চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম৷ আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!
বিচ্ছেদের কষ্ট নেই - আমেরিকার প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়৷ আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও ডিভোর্স পান না৷ এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে৷ আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে৷
বন্ধু যখন শত্রু - যাঁরা একা থাকেন, তাঁরা বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন৷ সময়ের কোনও বাঁধা-ধরা থাকে না৷ আর যাঁদের প্রেমিকা আছে তাঁদের জিজ্ঞেস করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না৷ অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা কর, আড্ডা দাও, কোথাও ঘুরতে চলে যাও৷
যেখানে কোনও চাহিদা বা আকাঙ্ক্ষা নেই - প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷ তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো৷ এত স্বাধীনতা আর কোথায়!