আকর্ষণীয় দামে ভারতের বিক্রি শুরু হচ্ছে Xiaomi-র স্পোর্টস সু!
৪ এপ্রিল থেকে ভারতের বাজারে বিক্রি শুরু হবে Xiaomi-র স্পোর্টস সু-এর।
নিজস্ব প্রতিবেদন: পায়ের সুস্বাস্থ্যের জন্য সঠিক ধরনের জুতো বা চটি পরা খুবই জরুরি। সঠিক ধরনের জুতো না পরলে পায়ের হাড়ে ব্যথা, হাঁটুর জয়েন্ট ক্ষয়ে যাওয়া, গোড়ালির ব্যথা-সহ আরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এ বার পায়ে আরাম দিতে স্পোর্টস সু লঞ্চ করেছে Xiaomi। ৪ এপ্রিল থেকে ভারতের বাজারে বিক্রি শুরু হবে Xiaomi-র স্পোর্টস সু-এর।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই জুতো সম্পূর্ণ ‘শক অ্যাবজর্বেন্ট’, ‘স্লিপ রেজিস্টেন্ট’ এবং টেকশই। পাঁচটি আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি হয়েছে এই স্পোর্টস সু। সংস্থার দাবি, বিশেষ ‘ফাইভ ইন ওয়ান ইউনি মোলিং’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই জুতো পরে হাঁটার সময় কোনও ঝাঁকুনি বা গোড়ালিতে কোনও চাপ অনুভূত হবে না। একই সঙ্গে এই জুতো পরা থাকলে পিছলে যাওয়ার আশঙ্কাও থাকবে না।
আরও পড়ুন: এই গরমে প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বাড়াবে এই ৬ তেল!
৪ এপ্রিল থেকে শুধুমাত্র Mi.com ওয়েবসাইট থেকে বিক্রি শুরু হবে Xiaomi-র স্পোর্টস সু-এর। Mi-এর Men's Sports Shoes 2 জুতোর দাম ২,৯৯৯ টাকা।