মিন্টি লেমন সেলো
লেমোনেড ও লিমনসেলোর ফিউশন রেসিপি মিন্টি লেমন সেলো। লিমনসেলো বাজারে কিনতে পাওয়া যায়। রেসিপি দেখে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। লেবু আর চিনির মিশ্রণ গরমে শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সেইসঙ্গে পুদিনা শরীরে তরতাজা ভাব নিয়ে আসে। ত্বকের পক্ষেও খুব ভাল মিন্টি লেমন সেলো।
লেমোনেড ও লিমনসেলোর ফিউশন রেসিপি মিন্টি লেমন সেলো। লিমনসেলো বাজারে কিনতে পাওয়া যায়। রেসিপি দেখে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। লেবু আর চিনির মিশ্রণ গরমে শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সেইসঙ্গে পুদিনা শরীরে তরতাজা ভাব নিয়ে আসে। ত্বকের পক্ষেও খুব ভাল মিন্টি লেমন সেলো।
বানানোর সময়: ২০ মিনিট
৪ থেকে ৬ জনের জন্য
কী কী লাগবে
চিনির সিরাপ- ১ কাপ
জল- ৩ থেকে ৪ কাপ
লেবু- ৪ থেকে ৬টা
পুদিনা পাতা-১০টা
আইস কিউব
সাজানোর জন্য লেবু
লিমনসেলো- ১ শট (প্রতি গ্লাসের জন্য ১৫ আউন্স)
কীভাবে বানাবেন
লেবুর রস বের করে নিন। পুদিনা পাতা কুচিয়ে নিন। ব্লেন্ডারে চিনির সিরাপ, জল, লেবুর রস, পুদিনা, অর্ধেক আইস কিউব দিয়ে ব্লেন্ড করে নিন। লম্বা গ্লাসে বাকি আইস কিউব দিয়ে মিশ্রণ ঢেলে এক শট লিমনসেলো দিয়ে নেড়ে নিন।