সামার স্যালাড
গরমে খাদ্য তালিকা থেকে অন্যান্য খাবার সরিয়ে স্যালাডে একটু বেশি মনোনিবেশ করাই ভাল। সেরকমই একটা উপাদেও সামার স্যালাডের রেসিপি রইল আপনাদের জন্য।
গরমে খাদ্য তালিকা থেকে অন্যান্য খাবার সরিয়ে স্যালাডে একটু বেশি মনোনিবেশ করাই ভাল। সেরকমই একটা উপাদেও সামার স্যালাডের রেসিপি রইল আপনাদের জন্য।
কী কী লাগবে
ছোট বিটরুট-১০টা
চিজ-৫০ গ্রাম
বাদাম- আধ কাপ
নুন- আধ চা চামচ
গোলমরিচ- আধ চা চামচ
অলিভ অয়েল- ১ টেবিল চামচ
কচি পালং পাতা-১ আঁটি(কুচনো)
কীভাবে বানাবেন
বিটরুটের খোসা ছাড়িয়ে একটা সসপ্যানে ৫ থেকে ১০ মিনিট সেদ্ধ করুন। সেদ্ধ বিটরুটের ওপর ব্রাশ দিয়ে অলিভ অয়েল লাগিয়ে বাদাম, নুন ও গোলমরিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। পরিবেশন করার প্লেটে পালং কুচি ছড়িয়ে চামচ দিয়ে বিট ওপরে বিট রাখুন। ওপরে চিজ গ্রেট করে ছড়িয়ে পরিবেশন করুন।