কোজাগরীর পরদিনই 'রক্তাক্ত চাঁদ' দেখতে চোখ রাখুন আকাশে

কোজাগরী পূর্ণিমার পরদিনই রক্তাক্ত চাঁদ দেখবে পৃথিবীর আকাশ। আগামী ৮ অক্টোবর আকাশে পূর্ণ রক্তাক্ত চাঁদ (full blood moon) দেখা যাবে বলে জানা গিয়েছে নাসার প্রকাশিত একটি ভিডিওয়।

Updated By: Oct 7, 2014, 07:39 PM IST
কোজাগরীর পরদিনই 'রক্তাক্ত চাঁদ' দেখতে চোখ রাখুন আকাশে

ওয়েব ডেস্ক: কোজাগরী পূর্ণিমার পরদিনই রক্তাক্ত চাঁদ দেখবে পৃথিবীর আকাশ। আগামী ৮ অক্টোবর আকাশে পূর্ণ রক্তাক্ত চাঁদ (full blood moon) দেখা যাবে বলে জানা গিয়েছে নাসার প্রকাশিত একটি ভিডিওয়।

এটাই হতে চলেছে বছরের দ্বিতীয় ও শেষ ব্লাড মুন। বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে দেখা যাবে এই চাঁদ। আন্তর্জাতিক সময় সকাল ৬টা বেজে ২৫ মিনিট থেকে ৭টা ২৪ পর্যন্ত আকাশে বিরাজমান থাকবে ব্লাড মুন।

কী এই ব্লাড মুন?

পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণকে ব্লাড মুন বলা হয়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পৃথিবীর চাঁদের ওপর পড়ে লাল রঙ ধারণ করে। চলতি বছরের ১৫ এপ্রিলের পর এটি বছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ। এইবার আগের থেকে ৫.৩ শতাংশ বড়। এরপর একই বছরে দু'বার চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০৩২-২০৩৩ সালে।

 

.