Rath Yatra 2022: রথের পুণ্যদিনে জগন্নাথের বিশেষ কৃপা পেতে এই কাজগুলি করতেই হবে!

রথের দিনের জন্য নির্দিষ্ট কিছু আচার থাকে। ভক্তেরা যা সাধারণত পালন করতে চেষ্টা করেন। বিশ্বাস, এগুলি করলে অশেষ পুণ্য অর্জন হয়।

Updated By: Jun 29, 2022, 01:19 PM IST
Rath Yatra 2022: রথের পুণ্যদিনে জগন্নাথের বিশেষ কৃপা পেতে এই কাজগুলি করতেই হবে!

নিজস্ব প্রতিবেদন:  রথযাত্রা অতি পবিত্র এক উৎসব। জগন্নাথদেবের মন্দিরেই এই রথযাত্রা পালিত হয়। এ ক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দিরই সব চেয়ে বড় উৎসবক্ষেত্র। শুধু ওড়িয়াবাসীই নন, বাঙালি এবং অন্য প্রদেশের ভক্তরাও রথ নিয়ে আগ্রহী ও উজ্জীবিত থাকেন। এ বছর জগন্নাথের রথযাত্রা হচ্ছে ১ জুলাই।

বিপুল সংখ্যক ভক্ত রথের দড়ি টানেন। রথের দড়ি টানা বা শুধু স্পর্শ করাও ভক্তদের কাছে অতি পুণ্যের বিষয়। মন্দির থেকে জগন্নাথদেব বেরিয়ে গুণ্ডিচা বাড়িতে যান। সেখানে ৭দিন থাকেন। তারপর আসে উল্টোরথের তিথি।

কিন্তু রথের দিনের জন্য নির্দিষ্ট কিছু আচার থাকে। ভক্তেরা যা সাধারণত পালন করতে চেষ্টা করেন। বিশ্বাস, এগুলি করলে অশেষ পুণ্য অর্জন হয়:

১. রথ টানলেই পুণ্য হয়

২. রথ টানলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে 

৩. রথ টানা হচ্ছে--এ দৃশ্যও যদি কেউ দাঁড়িয়ে দেখেন, তা হলেই পুণ্য অর্জন হয়

৪. রথের দিনে কেউ যদি জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে 'জয় জগন্নাথ' উচ্চারণ করেন, তা হলেও তাঁর পুণ্য় অর্জন হয়

৫. এদিন ১০৮টি তুলসীপত্রে তৈরি মালা জগন্নাথের গলায় পরিয়ে দিলে দেবতার বিশেষ কৃপা লাভ হয়

৬. রথযাত্রার দিনে জগন্নাথের রথের সামনে দণ্ডী কাটলে অশেষ পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস

৭. রথযাত্রায় কেউ যদি অর্থ ও শ্রম ব্যয় করেন তবে তাঁর অনেক পুণ্য অর্জন হয়

৮. রথযাত্রার সময়ে দান-ধ্যানে বিশেষ আধ্যাত্মিক লাভ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Rath Yatra 2022: জেনে নিন এ বছরের রথযাত্রার দিন-ক্ষণ, তিথি!

.