কৃষ্ণের ননী চুরির আসল মানে কি জানেন? জানুন পূরাণে কী বলছে

Updated By: Aug 13, 2017, 06:04 PM IST
কৃষ্ণের ননী চুরির আসল মানে কি জানেন? জানুন পূরাণে কী বলছে

ওয়েব ডেস্ক: সোমবার জন্মাষ্টমী । এদিন দেশজুড়ে মহা সমারোহে জন্মষ্টমী পালন করা হয়। কৃষ্ণের ননী চুরি -র গল্প তো কারওই অজানা নয়। তাই তো কৃষ্ণ ননী চোরা , মাখন চোর প্রভৃতি নামে বিখ্যাত। এখনও জন্মাষ্টমীর দিনে দেশের নানা প্রান্তে কৃষ্ণের ননী চুরির কায়দায় উঁচুতে উঠে হাঁড়ি ভাঙার প্রচলন রয়েছে। কিন্তু এটা কি জানেন কৃষ্ণের এই ননী চুরির আসল মানে কি?

কৃষ্ণের ননী চুরির অর্থ পূরাণে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার দেওয়া রয়েছে। এক জায়গায় বলা হচ্ছে, কৃষ্ণ সবসময় সাদা বা নির্ভেজাল হৃদয় চুরি করত। মাখন বা ননী –র রঙ যেমন সাদা বা শুভ্র, আমাদের হৃদয়ও তেমনই দাগহীন, নির্ভেজাল, স্বচ্ছ্ব হওয়া প্রয়োজন। হৃদয় থেকে রাগ, অহঙ্কার, ঘৃনা, হিংসা, লোভ, অহং প্রভৃতি দূর করা উচিত্‌।

আর এক জায়গায় বলা আছে যে, আমাদের মন ননীর থেকেও হালকা হওয়া উচিত্‌। ননী যেমন জলে ভাসে, আমাদের মনও ততটাই হালকা হওয়া উচিত্‌।  

জানেন রাধা কেন কৃষ্ণকে বিয়ে করেননি?

দ্বিতীয়বার সন্তানের বাবা হলেন ফারদিন খান

.