CBI হেফাজত থেকেই 'নিখোঁজ' ১০৩ কেজি সোনা! তদন্তের নির্দেশ আদালতের

২০১২ সালে ওই সোনা বাজেয়াপ্ত করে সিবিআই। সুরানা কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানি থেকে ৪০০.৪৭ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়

Updated By: Dec 12, 2020, 03:26 PM IST
 CBI হেফাজত থেকেই 'নিখোঁজ' ১০৩ কেজি সোনা! তদন্তের নির্দেশ আদালতের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় তদন্ত সংস্থার হেফাজত থেকেই হারিয়ে গেল ১০৩ কেজি সোনা! বিপাকে সিবিআই। তামিলনাড়ুতে সিবিআই হেফাজত থেকে 'নিখোঁজ' ওই সোনার দাম প্রায় ৪৩ কোটি টাকা।

আরও পড়ুন-'...পদ্মফুলে যত মত তত পথ', উদয়ন সাহার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

শুক্রবার এনিয়ে তামিলনাড়ু সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এদিন সিবিআই অবশ্য আবেদন করেছিল, সিআইডি এনিয়ে তদন্ত করলে কেন্দ্রীয় তদন্ত সংস্থার সম্মানহানি হবে। সেই আবেদনে কান দেয়নি আদালত।

মাদ্রাজ হাইকোর্ট এদিন তার রায়ে জানান, এটা সিবিআইয়ের একটা অগ্নিপরীক্ষা। কিন্তু এছাড়া কোনও উপায় নেই। যদি তারা পরিষ্কার থাকে তাহলে তাদের জয় হবে। আর তা যদি না হয় তাহলে এর জন্য তাদের ফল ভোগ করতে হবে।

আরও পড়ুন-"আমি বাড়ি যেতে চাই", জ্ঞান ফিরতেই বাড়ি যেতে চান বুদ্ধবাবু

উল্লেখ্য, ২০১২ সালে ওই সোনা বাজেয়াপ্ত করে সিবিআই। সুরানা কর্পোরেশন লিমিটেড নামে একটি কোম্পানি থেকে ৪০০.৪৭ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়।  সোনার বাট ও গহনা মিলিয়ে ওই সোনা আসে সিবিআইয়ের হাতে। সুরানার লকার সিল করে দেয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিবিআইয়ের দাবি ওই লকারের চাবি তারা জমা দিয়েছিল চেন্নাইয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে।
   

.