Video: Oxygen-র অভাব, জুনিয়র ডাক্তারের ওপর নির্মম অত্যাচার রোগীর পরিবারের, গ্রেফতার ২৪
আসামের এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৪ জনকে।
নিজস্ব প্রতিবেদন: Oxygen-র আকাল। সঠিক সময় করোনা রোগীকে দেওয়া গেল না অক্সিজেন। অগত্যা, মৃত্য হয় করোনা রোগীর। ঘটনার পর চিকিৎসকের উপর চড়াও হয় মৃতের পরিবার। নির্মম অত্যাচার চালানো হয় তাঁর উপর। পাথর, লাঠি, জুতো যা হাতের সামনে পেয়েছে তা দিয়েই মারা হয় ওই জুনিয়ার ডাক্তারকে। আসামের এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৪ জনকে।
মঙ্গলবার দুপুর ১.৩০ নাদাগ আসামের Odali Model Hospital-য়ে ঘটনাটি ঘটে। রোগীর পরিবারের অত্যাচারের একটি ভিডিয়ো ক্লিপ নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি সামনে আসে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা টুইট করে বলেন, ঘটনায় রাতভর তল্লাশি চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
Such barbaric attacks on our frontline workers won't be tolerated by our administration. @gpsinghassam @assampolice Ensure that the culprits brought to justice. https://t.co/HwQfbWwYmn
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 1, 2021
UPDATE:
Remaining culprits have also been identified
9. Rahimuddin
10. Abdul Kalam
11. Nurzul Islam
12. Abdul Gumi
13. Dilwar Hussain
14. Abdul Hussain
15. Anuwar
16. Nasirrudin
17. Alimuddin
18. Jamil Ahmad
19. Sarifuddin
20. Safiquddin
21. Matibur Rahman
22. Miss Misba Begum— Himanta Biswa Sarma (@himantabiswa) June 2, 2021
So far, following culprits have been identified -
1) Md.Kamaruddin
2) Md. Jainal uddin
3) Rehanuddin
4) Saidul Alam
5) Rahim uddin
6) Rajul Islam
7) Tayebur Rahman
8) Sahil Islam— Himanta Biswa Sarma (@himantabiswa) June 2, 2021
24 culprits involved in this barbaric attack have been arrested and the chargesheet will be filed at the earliest.
I am personally monitoring this investigation and I promise that justice will be served. https://t.co/CVgRaEW0di
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 2, 2021
তিনি আরও বলেন, "আমি ব্যক্তিগতভাবে এই তদন্তের খোঁজখবর নিচ্ছি। এই ঘটনায় শাস্তি পাবে অভিযুক্তরা।"