৪ হাজার মেয়ে-জামাইয়ের জোরে ভোট আসরে এগিয়ে বিজেপির দেশমুখ

Updated By: Oct 9, 2014, 04:14 PM IST
৪ হাজার মেয়ে-জামাইয়ের জোরে ভোট আসরে এগিয়ে বিজেপির দেশমুখ
ছবি সৌজন্য- মিড ডে ডট কম।

 

ওয়েব ডেস্ক: মহাভারতের ধৃতরাষ্ট্রের ছিল একশোটা ছেলে, একটা মেয়ে সন্তান। আর ধৃতরাষ্ট্রের এই রেকর্ড সংখ্যাকেও তিনি হার মানিয়ে দিয়েছেন। আর এই রেকর্ড ছেলে মেয়ের সংখ্যার জোরেই তিনি ভোট আসরের প্রচারে বাকিদের পিছনে ফেলে দিচ্ছেন। তিনি হলেন মহারাষ্ট্রের সোলাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ দেশমুখ।

সুভাষের হয়ে প্রচার করছেন তাঁর ৪ হাজার মেয়ে-জামাই। না না, সবাই তাঁর ঔরস্যজাত সন্তান নয়। সুভাষ দেশমুখ গণবিবাহের আয়োজন করে গত সাত বছরে ২ হাজার মেয়েকে পাত্রস্থ করেছেন। সামাজিক ও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা এই সব মেয়েদের শুধু বিয়ে দেওয়াই নয়, বিয়ের পর তাদের সংসার গোছানোর জন্য সবদিক থেকে সাহায্যও করেন সোলাপুরের এই বিজেপি প্রার্থী। সেই সঙ্গে তাঁর গণবিবাহের আসরে দম্পতিদের কন্যা সন্তান হলে তাদের ৫ হাজার টাকা উপহারও দেন বিজেপির প্রাক্তন এই সাংসদ। প্রত্যের বছর নভেম্বরে সুভাষের সংস্থা লোকমঙ্গল গ্রুপের উদ্যোগে হয় এই গণবিবাহ।

সুভাষের সেইসব মেয়ে জামাইরা ময়দানে নেমে পড়েছেন। সুভাষকে জেতাতে সোলাপুর কেন্দ্রের আনাচাকানাচে দিনরাত পরিশ্রম করে চলেছে তারা। এই কেন্দ্রে কংগ্রেসের দিলীপ মানে শুরুতে কিছুটা এগিয়ে ছিলেন। কিন্তু সুভাষের মেয়ে জামাইদের দাপটে কিছুটা যেন ঘাবড়ে গিয়েছেন। যদিও সুভাষের বিরোধীরা বলছেন, ভোট আসরে লোক দেখানো বিবাহদান পর্ব নয় কাজের দিকেই মানুষ বেশি দেয়, আর তাতে পিছিয়ে সুভাষ।

.