২০১৫ তে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছে ভারতে। এর কিছু দুর্ঘটনা রাস্তা-ঘাটে। কোথাও বা মদে বিষক্রিয়াতে। আমরা এক ঝলকে দেখে নিই ২০১৫-র সবথেকে ভয়ঙ্কর ৫
ওয়েব ডেস্ক: ২০১৫ তে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গিয়েছে ভারতে। এর কিছু দুর্ঘটনা রাস্তা-ঘাটে। কোথাও বা মদে বিষক্রিয়াতে। আমরা এক ঝলকে দেখে নিই ২০১৫-র সবথেকে ভয়ঙ্কর ৫
দুর্ঘটনার কথা।
১) মুম্বইতে মদে বিষক্রিয়া - ১৭ জুন ঘটনাটি ঘটেছিল মুম্বইতে। আরও ভালো করে বললে মালাদে। সেখানে বিষমদ খেয়ে মারা গিয়েছিল প্রায় ১০০ জন মানুষ। বিস্তারিত পড়ুন
২) মুরি এক্সপ্রেসে দুর্ঘটনা - ট্রেনটি যাচ্ছিল রাউরকেল্লা থেকে জম্মু তাওয়াই। কিন্তু সিরাথু স্টেশনের কাছে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। অনেক মানুষ মারা যান সেই দুর্ঘটনায়।
৩) মধ্যপ্রদেশের হরদাতে ট্রেন দুর্ঘটনা - মধ্যপ্রদেশের হরদাতে কামায়নি এক্সপ্রেস এবং জনতা এক্সপ্রেস দুটো ট্রেন সামনা-সামনি সংঘর্ষ হয়। আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ৩১ জন যাত্রীর।
আহত হন ১০০ জনেরও বেশি।
৪) পেতলাওয়াড় বিষ্ফোরণ - ২০১৫-র ১২ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় পেতলাওয়াড়ে বিষ্ফেরোক বোঝাই একটি কারখানায় বিষ্ফোরণ ঘটে। তাতে মারা যান ১০৫ জন।
৫) উত্তরপ্রদেশ ট্রেন দুর্ঘটনা - ২০ মার্চ ২০১৫-তে ঘটে ঘটনাটা। দেরাদুন-বারাণসী জনতা এক্সপ্রেস উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে। তাতে প্রায় ৬০ জন মারা যান আর দেড়শোরও বেশি
মানুষ আহত হন।
IND
(13 ov) 64/1 (151 ov) 587
|
VS |
ENG
407(89.3 ov)
|
Full Scorecard → |
AUS
(6 ov) 12/2 (66.5 ov) 286
|
VS |
WI
253(73.2 ov)
|
Full Scorecard → |
HUN
(19.2 ov) 149
|
VS |
FRA
97(15.3 ov)
|
Hungary beat France by 52 runs | ||
Full Scorecard → |
MLT
(20 ov) 148/9
|
VS |
AUT
101(17.5 ov)
|
Malta beat Austria by 47 runs | ||
Full Scorecard → |
BEL
(8 ov) 141/1
|
VS |
ROM
78/6(8 ov)
|
Belgium beat Romania by 63 runs | ||
Full Scorecard → |