আশঙ্কা জাগিয়ে ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে ১৩ বছরের কম বয়সী ভারতীয় শিশুরা

নিয়ম রয়েছে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হলে বয়স হতে হবে অন্তত ১৩। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। ভারতের বহু শহরে ৮ থেকে ১৩ বছর বয়সী শিশুরা ভীষণ ভাবেই ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে। বয়স বাড়িয়ে বিশেষত শহুরে শিশুদের এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট খোলার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অ্যাসোচামের করা একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

Updated By: May 9, 2014, 03:19 PM IST

নিয়ম রয়েছে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হলে বয়স হতে হবে অন্তত ১৩। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। ভারতের বহু শহরে ৮ থেকে ১৩ বছর বয়সী শিশুরা ভীষণ ভাবেই ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে। বয়স বাড়িয়ে বিশেষত শহুরে শিশুদের এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট খোলার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অ্যাসোচামের করা একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষা অনুযায়ী এই প্রবণতা ভয়াবহ এক বিপদের অশনি সংকেত। এর ফলে শিশুরা খুব সহজেই সাইবার হেনস্থা এবং অনলাইন যৌন অপরাধের শিকার হচ্ছে। অনেক সময় এই শিশুরা অভিজ্ঞতা এবং বিচার বিবেচন বোধের অভাবে চ্যাটে নিজেদের আসল বয়সের উল্লেখ করে ফেলছে। ফলে অনেক সময় তারা নিজেদের অজান্তেই দুষ্কৃতীদের বিকৃত মানসিকতার শিকার হচ্ছে।

অ্যাসোচামের সমীক্ষা অনুযায়ী ফেসবুকে অ্যাকাউন্ট আছে এই সমস্ত শিশুদের ২৫% -এর বয়স ১৩। ২২%-এর বয়স ১১, ১৫%-এর বয়স ১০। ৫%-১০% শিশুদের বয়স ৮ থেকে ৯ বছর।

এই স্ট্যাটিস্টিকসকে অ্যাসোচামের সমীক্ষা দুঃখজনক ও অপ্রত্যাশিত অ্যাখ্যা দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অভিভাবকরাই বাচ্চাদের ফেসবুকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সহায়তা করেন। পরে যখন বুঝতে পারেন তাঁদের সন্তানরা ফেসবুকে আসক্ত হয়ে উঠছে তথন তাঁরা আফসোস করতে শুরু করেন।

৭৫% অভিভাবকরা জানেন তাঁদের সন্তানের ফেসবুক অ্যাকাউন্ট আছে। ৮২% ক্ষেত্রে দেখা গেছে বাবা-মা, বাচ্চাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে।

এই সমীক্ষাটি দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ, হায়দরাবাদ, পুনে, লখনউ ও দেরাদুন সহ আরও বেশ কিছু শহরের ৮ থেকে ১৩ বছর বয়সী ৪,২০০ শিশুর উপর করা হয়েছে।

.