Bangladesh: 'ভারত অত্যাচার করলে....' কী করবে বাংলাদেশ? চরম হুঁশিয়ারি...

Bangladesh warns India: "খুনি হাসিনা হাজারো মানুষ খুন করেছে৷ নির্যাতনের আয়নাঘর বানিয়েছে। হাসিনা ভারতে আশ্রয় নিয়ে করুণ পরিস্থিতির মধ্যে পড়েছে।"

Updated By: Sep 19, 2024, 05:29 PM IST
Bangladesh: 'ভারত অত্যাচার করলে....' কী করবে বাংলাদেশ? চরম হুঁশিয়ারি...

সেলিম রেজা । ঢাকা: বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "সনাতন ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের আমানত৷ আর আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না।" ঢাকায় বিএনপির আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা এখন মুক্ত স্বাধীন। এ স্বাধীনতা ততক্ষণ থাকবে যতক্ষণ আমরা তা ধরে রাখতে পারব। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীসহ সবাই মিলেমিশে বসবাস করব৷ তারা আমাদের আমানত। সামনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা আসছে। তাদের জান মাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। কারণ তারা আমাদের আমানত। আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না। তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার।" একথা বলেন মির্জা ফখরুল। 

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, "এ আন্দোলনে খুনি হাসিনা হাজারো মানুষ খুন করেছে৷ বিএনপি নেতা, ছাত্র-জনতাকে নির্যাতন করেছে। নির্যাতনের আয়নাঘর বানিয়েছে। মনে রাখবেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ্ পছন্দ করেন না। তিনি যখন যাকে চান আমির বানান আবার যখন যাকে চান ফকির বানান।" তিনি বলেন, "কারও উপর অন্যায় নির্যাতন করবেন না। নয়তো আওয়ামী লীগের মতো পরিণতি হবে। আপনারা কেউ তা চান না। যেমন হাসিনা ভারতে আশ্রয় নিয়ে করুণ পরিস্থিতির মধ্যে পড়েছে।"

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "সামনে নির্বাচন হবে। কবে হবে তা জানি না। তবে এটা ঠিক আওয়ামীলীগ সরকার নির্বাচনের সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে আপনারা কেউ এতদিনে ভোট দিতে পারেননি।" বাংলাদেশ- ভারতের মধ্যে সীমান্তে মৃত্যু নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "পাশেই ভারত সীমান্ত। আমরা ভালোভাবে থাকতে চাই। আমাদের উপর অন্যায় করা হলে আমরা প্রতিবাদ করব।"

আরও পড়ুন, Delivery Agent Dies: দিনে ১৮ ঘণ্টা করে কাজ, বাইকে বিশ্রামের মধ্যেই চিরঘুমে ডেলিভারি এজেন্ট! মর্মান্তিক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.