রিভলবার, ৮লক্ষ টাকা, মার্সিডিজ-সুদ্ধ পুলিস-সাংবাদিক গ্রেফতার

উত্তর প্রদেশের সিনিয়র সুপারিন্টডেন্ট অফিসার (এসএসপি) বৈভব কৃষ্ণ বলেন, এক পুলিস-সহ ৩ সাংবাদিকের কাছ থেকে ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়

Updated By: Jan 30, 2019, 03:25 PM IST
রিভলবার, ৮লক্ষ টাকা, মার্সিডিজ-সুদ্ধ পুলিস-সাংবাদিক গ্রেফতার
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: তোলা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক পুলিস-সহ ৩ সাংবাদিক। স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনোজ কুমার এবং সুশীল পণ্ডিত, উদিত গয়াল, রামন ঠাকুর নামে ওই ৩ সাংবাদিকে মঙ্গলবার সেক্টর ২০ থানার মধ্যেই গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়া, চাঁদা তোলার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- বাজেট অধিবেশনেই সংসদে রাফালে নিয়ে CAG রিপোর্ট পেশ করতে পারে মোদী সরকার

উত্তর প্রদেশের সিনিয়র সুপারিন্টডেন্ট অফিসার (এসএসপি) বৈভব কৃষ্ণ বলেন, এক পুলিস-সহ ৩ সাংবাদিকের কাছ থেকে ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। কৃষ্ণের দাবি, এক কলসেন্টারের মালিককে ২০১৮ সালে নভেম্বরের এফআইআর থেকে নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেয় তারা। ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ সন্দেহে এক সাংবাদিকে মার্সিডিজ বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি অন্য এক সাংবাদিকের কাছে রিভলবার পাওয়া যায়। ৪ অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানায় পুলিস। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত স্টেশন হাউস অফিসার জয়বীর সিংকে সাসপেন্ড করা হয়েছে।

.