কাটল বিজ্ঞাপন জটিলতা
চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে গত কয়েক সপ্তাহের জটিলতা কেটে গেল। বিজ্ঞাপনের বিল তৈরি নিয়ে অ্যাডভারটাইজিং এজেন্সি এবং সম্প্রচারকারীদের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল, তা মেটাতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু`পক্ষের মধ্যে। কর সংক্রান্ত বিষয়টি বিলে কিভাবে রাখা হবে তানিয়েই তৈরি হয়েছিল জটিলতা।
চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে গত কয়েক সপ্তাহের জটিলতা কেটে গেল। বিজ্ঞাপনের বিল তৈরি নিয়ে অ্যাডভারটাইজিং এজেন্সি এবং সম্প্রচারকারীদের মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল, তা মেটাতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু`পক্ষের মধ্যে। কর সংক্রান্ত বিষয়টি বিলে কিভাবে রাখা হবে তানিয়েই তৈরি হয়েছিল জটিলতা।
চুক্তি অনুযায়ী, ২০১৩-র পয়লা মে থেকে সম্প্রচারকারীদের কাছ থেকে নেট বিলই গ্রহণ করবে অ্যাডভারটাইজিং এজেন্সিগুলি। এই চুক্তির জেরে চ্যালেনগুলিতে ফের বিজ্ঞাপন সম্প্রচার শুরু হয়েছে শুক্রবার থেকে। বিলের সঙ্গে নাকি বিল ছাড়া, কীভাবে আয়কর দিতে হবে, এ নিয়ে বিতর্ক বাধে ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন এবং অ্যাডভারটাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সংস্থার মধ্যে। চুক্তি অনুযায়ী, এখন থেকে মোট বিলের বদলে অ্যাডভারটাইজিং সংস্থাগুলি নেট বিল পেশ করবে। ফলে মিটে গেল বিল সংক্রান্ত জটিলতা।