আকাঙ্ক্ষার পর বিকাশও ছিল তার টার্গেটে, জেরায় স্বীকার উদয়নের
আকাঙ্ক্ষাকে খুনের পর বিকাশকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সাইকো কিলার। তবে গ্রেফতার হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। উদয়ন দাসকে রাতভর জেরা করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিস।
ওয়েব ডেস্ক: আকাঙ্ক্ষাকে খুনের পর বিকাশকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সাইকো কিলার। তবে গ্রেফতার হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। উদয়ন দাসকে রাতভর জেরা করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিস।
জেরায় পুলিস জানতে পেরেছে, ২০১৪ সালে আকাঙ্ক্ষা-উদয়নের সম্পর্ক জোড়া লাগার আগে বিকাশের সঙ্গে সম্পর্ক হয় আকাঙ্ক্ষার। উদয়নের সঙ্গে সম্পর্ক থাকলেও বিকাশের সঙ্গেও যোগাযোগ ছিল আকাঙ্ক্ষার। প্রায়ই ফোনে কথা হত দুজনের। একদমই তা পছন্দ করত না উদয়ন। এনিয়েই বচসা এবং পরে আকাঙ্ক্ষাকে খুন করে সে।
আরও পড়ুন- মোদীকে নকল করলেন রাহুল গান্ধী
এরপরেই বিকাশকেও খুনের ছক কষে উদয়ন। জেরায় এমনই জানতে পেরেছে পুলিস। আজ বাঁকুড়া সদর থানায় যান আকাঙ্ক্ষার ভাই আয়ুষ। তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি।