অনন্তনাগ থেকে গ্রেফতার অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলায় মূল অভিযুক্ত
জম্মু ও কাশ্মীর থেকে একটি বিশেষ বিমানে তাকে আহমেদাবাদ আনা হয়
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ ১৭ বছর পর পুলিসের জালে অক্ষরধাম মন্দির হামলায় মূল অভিযুক্ত ইয়াসিন বাট। কড়া নিরাপত্তায় শুক্রবার তাকে আহমেদাবাদ নিয়ে যায় গুজরাট পুলিসের জঙ্গি দমন শাখার একটি দল।
আরও পড়ুন-আবির মেখে, প্রিয়জনদের জড়িয়ে ধরে যুদ্ধ জয়ের উচ্ছ্বাস প্রাথমিক শিক্ষকদের
বহু দিন ধরেই ইয়াসিন বাট নামে কাশ্মীরের ওই বাসিন্দাকে খুঁজছিল পুলিস। শুক্রবার অনন্তনাগ থেকে তাকে গ্রেফতার করে এটিএস। জম্মু ও কাশ্মীর থেকে একটি বিশেষ বিমানে তাকে আহমেদাবাদ আনা হয়। তার সঙ্গে ছিল ৩ এসিপি ও ২ পুলিস ইনস্পেক্টরের একটি টিম।
Gujarat: Akshardham temple attack (2002) accused Yasin Butt brought to Ahmedabad Airport. He was arrested by Gujarat Anti-Terrorism Squad (ATS) from Anantnag, Kashmir, today. pic.twitter.com/qx7g4elUuY
— ANI (@ANI) July 26, 2019
গুজরাট পুলিস সূত্রে খবর শুক্রবার পর্যন্ত এটিএসের হেফাজতে থাকবে ইয়াসিন। শনিবার তাকে তুলে দেওয়া হবে গুজরাট পুলিসের ক্রাইম ব্রাঞ্চের হাতে। তার বিরুদ্ধে হামলাকারীদের অস্ত্র-বোমা সরবারহের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন-যিনিই মুখ্যমন্ত্রী থাকবেন আসাটা আমার কর্তব্য, কী বোঝাতে চাইলেন সব্যসাচী?
উল্লেখ্য, ২০০২ সালের ২৪ সেপ্টেম্বর নির্বিচারে গুলি চালায় ২ জঙ্গি। গুলিতে মৃত্যু হয় এক এনএসজি কামান্ডো সহ ৩৩ জনের। হামলার পরই পাক অধিকৃত কাশ্মীরে চলে যায় ইয়াসিন। গোয়েন্দাদের কাছে খবর ছিল এতদিনে ঘরে ফিরেছে সে। বর্তমানে কাজ করছে একটি কাঠের গোলায়। প্রসঙ্গত, ওই হামলায় ২০১৪ সালে ৬ জনকে নির্দোষ বলে ঘোষণা করেছে আদালত।