Viral Video: অ্যাম্বুল্যান্স ভাড়া ২০০০০, ছেলের মৃতদেহ কাঁধে বাইকে করে ৯০ কিমি পথ গেলেন বাবা

অভিযোগ, 'হতভাগ্য' বাবার আকুতি শোনেনি চালক। ভাড়া কম করেনি। অন্য কেউ সাহায্য করতে এগিয়েও আসেনি। 

Updated By: Apr 27, 2022, 08:13 PM IST
Viral Video: অ্যাম্বুল্যান্স ভাড়া ২০০০০, ছেলের মৃতদেহ কাঁধে বাইকে করে ৯০ কিমি পথ গেলেন বাবা

নিজস্ব প্রতিবেদন: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। আমাদের মানবিকবোধকে কার্যত নাড়িয়ে দিয়েছে যে ঘটনা। কী সেই ঘটনা?     

সোমবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে। ওই হাসপাতালে সন্তানহারা হন এক ব্যক্তি। এরপর মৃত সন্তানকে নিয়ে বাইকে করে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। কেন?

কারণ অভিযোগ হচ্ছে, প্রাইভেট অ্য়াম্বুলেন্স চালক ৯০ কিলোমিটার পথ যেতে ২০ হাজার টাকা ভাড়া চেয়েছিলেন। যা ওই 'দরিদ্র', 'শোকস্তব্ধ' মানুষটার পক্ষে দেওয়া সম্ভবপর ছিল না। বহুবার বললেও হতভাগ্য বাবার আকুতি শোনেনি চালক। ভাড়া কম করেনি। এমনকী, তাঁকে সাহায্য করতে কেউ এগিয়েও আসেনি। অগত্যা, এক পরিচিতের বাইকে চেপে পড়েন ওই ব্যক্তি। কাঁধে চাপান সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। 

গোটা ঘটনার ভিডিওটি টুইট করেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এরপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনা জানতে পেরে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

.