আমারও যক্ষ্মা হয়েছিল, আমিও লড়েছি, বললেন 'টিবি হারেগা ভারত জিতেগা' ক্যাম্পেনের মুখ অমিতাভ

সেটা ২০০০ সাল। কউন বনেগা ক্রোড়পতি শুরুর ঠিক আগে হঠাত্‍ই ধরা পড়ে যক্ষ্মা রোগে আক্রান্ত অমিতাভ বচ্চন। কিন্তু জীবনের সব ওঠাপড়ার মতোই শাহেনশাহ স্টাইলেই মারণ রোগের সঙ্গেও লড়াই করেছিলেন তিনি। আর তাই নিজেদের যক্ষ্মা দূরীকরণ প্রচারে তাঁকেই অ্যাম্বাসাডর নির্বাচিত করল বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন(বিএমসি)

Updated By: Dec 22, 2014, 10:46 PM IST
আমারও যক্ষ্মা হয়েছিল, আমিও লড়েছি, বললেন 'টিবি হারেগা ভারত জিতেগা' ক্যাম্পেনের মুখ অমিতাভ

ওয়েব ডেস্ক: সেটা ২০০০ সাল। কউন বনেগা ক্রোড়পতি শুরুর ঠিক আগে হঠাত্‍ই ধরা পড়ে যক্ষ্মা রোগে আক্রান্ত অমিতাভ বচ্চন। কিন্তু জীবনের সব ওঠাপড়ার মতোই শাহেনশাহ স্টাইলেই মারণ রোগের সঙ্গেও লড়াই করেছিলেন তিনি। আর তাই নিজেদের যক্ষ্মা দূরীকরণ প্রচারে তাঁকেই অ্যাম্বাসাডর নির্বাচিত করল বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন(বিএমসি)

বিএমসসি-র নতুন প্রচার 'টিবি হারেগা ভারত জিতেগা'-র অ্যাম্বাসাডর হয়ে অমিতাভ বলেন, "২০০০ সালে কউন বনেগা ক্রোড়পতি শুরুর আগে আমার যক্ষ্মা ধরা পড়ে। যক্ষ্মা যেকোনও কারও হতে পারে। সেইসময় আমার খুব ক্লান্ত লাগত, খিদে একেবারে কমে গিয়েছিল। চিকিত্‍সায় যক্ষ্মা সম্পূর্ণ সেরে যায়। প্রতিদিনের কাজকর্মও বন্ধ করার প্রয়োজন পড়ে না। কোনও সমস্যা ছাড়াই আমি কউন বনেগা ক্রোড়পতির শুটিং চালিয়ে গিয়েছি।"

চিকিত্‍সার বহু উন্নতির পরও, সময় অনেক এগিয়ে যাওয়া সত্ত্বেও এখনও যক্ষ্মা রোগীদের দূরে সরিয়ে রাখেন অধিকাংশ মানুষ। যক্ষ্মা নির্মূল করার পাশাপশি সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে চেতনা গড়ে তোলার লক্ষ্যেই বিএমসি-র নতুন ক্যাম্পেন 'টিবি হারেগা ভারত জিতেগা।'

 

.