বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট
বিকেল ৪.৫৬ মিনিটে ভূমিকম্প গুজরাটে।
নিজস্ব প্রতিবেদন: আচমকা কেঁপে উঠল গুজরাটের নর্মদা জেলা। শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে ওই এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩.৭। হতাহতের কোনও খবর মেলেনি।
সংবাদ সংস্থা এনআইএ-এর দাবি, বিকেল ৪.৫৬ মিনিটে ভূমিকম্প হয়েছে দেড়িয়াপাড়া সাগবারা ও রাজিপিপলায়। সম্পত্তি নষ্ট বা হতাহতের কোনও খবর নেই।
Gujarat: An earthquake measuring 3.7 on the Richter scale hit Narmada district at 4.56 pm. Mild tremors were felt in Dediapada, Sagbara, Rajpipla. No casualties or damage reported.
— ANI (@ANI) April 21, 2018
গত মাসেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল গুজরাট। কম্পন অনুভূত হয়েছিল রাজকোটে। কম্পনের মাত্রা ছিল ৪.৬।
আরও পড়ুন- বেঙ্গালুরুতে প্রার্থী 'কোটপতি' চা বিক্রেতা