অসম বিস্ফোরণের জঙ্গিরা কী ভুটানে গা ঢাকা দিয়েছে, সন্দেহ গোয়েন্দাদের

ভুটান সীমান্ত লাগোয়া পাকড়িগুড়ি থেকে এসেই বালাজানে হামলা চালিয়েছে NDFB জঙ্গিরা। এমনই অনুমান গোয়েন্দাদের। সেকারণে NDFB ও উলফা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বাড়ানো হচ্ছে গোটা অসম জুড়ে। তবে সীমান্তের সুযোগ নিয়ে ভুটানের জঙ্গলে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। সেই সমস্যাই ভাবাচ্ছে গোয়েন্দাদের।

Updated By: Aug 7, 2016, 08:24 PM IST
অসম বিস্ফোরণের জঙ্গিরা কী ভুটানে গা ঢাকা দিয়েছে, সন্দেহ গোয়েন্দাদের
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: ভুটান সীমান্ত লাগোয়া পাকড়িগুড়ি থেকে এসেই বালাজানে হামলা চালিয়েছে NDFB জঙ্গিরা। এমনই অনুমান গোয়েন্দাদের। সেকারণে NDFB ও উলফা জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বাড়ানো হচ্ছে গোটা অসম জুড়ে। তবে সীমান্তের সুযোগ নিয়ে ভুটানের জঙ্গলে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। সেই সমস্যাই ভাবাচ্ছে গোয়েন্দাদের।

ভিড়ের মধ্যে সকলের অজান্তে অটোয় চেপে বাজারে ঢুকে পড়েছিল একদল জঙ্গি। যে অটোয় করে জঙ্গিরা বাজারে ঢুকেছিল তা এখন কোকড়াঝাড় থানায় রাখা রয়েছে।
জঙ্গিদের প্রথম টার্গেট ছিল একটি ম্যাজিক গাড়ি। গাড়িটি বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে। মৃত্যু হয়েছে ওই গাড়ির তিন যাত্রীর।

আরও পড়ুন- অসম হামলার পিছনে কারণটা কী

অসমজুড়ে NDFB এবং উলফার বিরুদ্ধে আরও তীব্র করা হয়েছে অভিযান। প্রাথমিক অনুমান, ভুটান সীমান্তের কাছে পাকরিগুড়ি থেকে এসেছিল হামলাকারীরা। ভুটানে NDFB-র ক্যাম্পে এখনও রয়েছে সংগঠনের বহু শীর্ষনেতা। এটাই অভিযানের ক্ষেত্রে একটা সমস্যা বলে মনে করছেন পুলিসকর্তারা।

শুক্রবার হামলার সময় মৃত্যু হয় NDFB-র এরিয়া কমান্ডার মননজয় ইসলারির। পুলিস তাকে চিহ্নিত করলেও, ইসলারিকে সনাক্ত করতে রাজি হয়নি তার পরিবার। নিশ্চিত হতে ইসলারির DNA পরীক্ষা করা হবে।

আরও পড়ুন- জঙ্গিহানায় রক্তাক্ত অসমে মৃতের সংখ্যা বেড়ে ১৫

.