কাশ্মীরে জঙ্গিদমনে সাফল্য পেল সেনাবাহিনী
কাশ্মীরে জঙ্গিদমনে সাফল্য পেল সেনাবাহিনী । অনন্তনাগে লস্কর কমান্ডার বসির লস্করিকে খতম করল সেনা। দালিগাম এলাকার ব্রেন্টি-বাতপোরা এলাকায় আত্মগোপন করে ছিল সে। ১৬ই জুন আকাবাল এলাকায় ৬ পুলিসকর্মীর নির্মম হত্যায় মূল অভিযুক্ত লস্করি। তার মাথার ওপর ১০ লক্ষ টাকার পুরস্কার রয়েছে। এনকাউন্টারে আজাদ দাদা নামে আর এক লস্কর জঙ্গিও খতম হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ক্রস ফায়ারিংয়ে মৃত্যু হয়েছে ২ নিরীহ গ্রামবাসীর। তাঁরা হলেন, ৪৪ বছরের তাহিরা এবং ২১ বছরের শাদাব আহমেদ চোপান।
ওয়েব ডেস্ক: কাশ্মীরে জঙ্গিদমনে সাফল্য পেল সেনাবাহিনী । অনন্তনাগে লস্কর কমান্ডার বসির লস্করিকে খতম করল সেনা। দালিগাম এলাকার ব্রেন্টি-বাতপোরা এলাকায় আত্মগোপন করে ছিল সে। ১৬ই জুন আকাবাল এলাকায় ৬ পুলিসকর্মীর নির্মম হত্যায় মূল অভিযুক্ত লস্করি। তার মাথার ওপর ১০ লক্ষ টাকার পুরস্কার রয়েছে। এনকাউন্টারে আজাদ দাদা নামে আর এক লস্কর জঙ্গিও খতম হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ক্রস ফায়ারিংয়ে মৃত্যু হয়েছে ২ নিরীহ গ্রামবাসীর। তাঁরা হলেন, ৪৪ বছরের তাহিরা এবং ২১ বছরের শাদাব আহমেদ চোপান।