কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করবে কেজরিওয়ালের সরকার

With Aam Aadmi Party (AAP) chief Arvind Kejriwal all set to become the Chief Minister of Delhi, all eyes will be on the activist-turned politician whether he will walk the talk and order probe into corruption charges involving Congress leaders. Making his party`s stand clear, AAP leader Yogendra Yadav told a television news channel that his party would certainly not stop the party to initiate a probe against the Congress leaders, whose name have cropped in various scams, even if the government collapses.

Updated By: Dec 24, 2013, 08:50 PM IST

মুখ্যমন্ত্রী হওয়ার পথে অরবিন্দ কেজরিওয়াল। আর দিল্লির মসনদে বসার আগেই কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে তোপ দাগলেন কেজরিওয়াল। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে ভিত্তি করেই রাজনীতিতে পা রাখ। মুখ্যমন্ত্রী হয়েও সেই দুর্নীতি দমনই যে তাঁর প্রধান লক্ষ্য হবে, তা স্পষ্ট করে দিলেন কেজরিওয়াল সরকার। কংগ্রেস আমলের সবকটি দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেবে দিল্লির নতুন সরকার।

দলের অবস্থান নিয়ে আম আদমি পার্টি নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, কংগ্রেসের বিরুদ্ধে তদন্ত হবে। কংগ্রেস শিবিরের যে সকল নেতাদের বিরুদ্ধে দুর্নীতর অভিযোগ রয়েছে, তাঁদের সবার বিরুদ্ধেই তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি।

বিজেপি, কংগ্রেস দু`দলের বিরুদ্ধেই তদন্ত করতে চায় তাঁরা। উল্লেখযোগ্য কংগ্রেসের বাইরের সমর্থন নিয়ে যখন আপ সরকার গঠন করছে। সেক্ষেত্রে সেই কংগ্রেসের বিরুদ্ধেই ব্যবস্থা নিলে রাজনৈতিক ধর্ম কীভাবে রক্ষিত হবে, তাই নিয়ে উৎসাহী রাজনৈতিক মহল।

.