ঠাকরে উবাচ!

প্রত্যাশিতভাবেই ওয়াংখেড়ে কাণ্ড নিয়ে সরব হলেন শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজীবনের জন্য শাহরুখ খানের প্রবেশ নিষিদ্ধ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বাল ঠাকরে।

Updated By: May 19, 2012, 04:52 PM IST

প্রত্যাশিতভাবেই ওয়াংখেড়ে কাণ্ড নিয়ে সরব হলেন শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজীবনের জন্য শাহরুখ খানের প্রবেশ নিষিদ্ধ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বাল ঠাকরে। দলীয় মুখপত্র `সামনা`য় লেখা নিবন্ধে বাল ঠাকরে বলেছেন, শাহরুখ খান আমেরিকায় নিরাপত্তা রক্ষীদের হাতে বহুবার অপমানিত হয়েছেন। কিন্তু, কোনওবারই মাথা গরম করেননি তিনি। কিন্তু, ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। বাল ঠাকরের মতে, ভারতে ধনীরা আইনশৃঙ্খলার ধার ধারেন না। শাহরুখ খানের আচরণ সেই মানসিকতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তিনি। শাহরুখ খানের কংগ্রেস ঘনিষ্ঠতাকে কটাক্ষ করে বাল ঠাকরে আরও বলেছেন, ওয়াংখেড়ের আচরণের পর শাহরুখকে রাজ্যসভায় মনোনীত করা উচিত। সেই সঙ্গে প্রাক্তন কার্টুনিস্ট বালাসাহেব ঠাকরের তীর্যক মন্তব্য, "দিল্লি থেকে চাপ এলে শাহরুখের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ কমে ৫ মিনিট হয়ে যেতে পারে"।

.