Video:বেঙ্গালুরু থেকে দুরন্ত গতিতে ছুটছে ট্রেন, টেবিলের জলভর্তি গ্লাস থেকে জল পড়ল না এক ফোঁটাও

রেল সূত্রে জানা গিয়েছে, ওই ১৩০ কিলোমিটার পথে গত ৬ মাসে খুঁটিয়ে মেরামতির কাজ করা হয়েছে

Updated By: Oct 31, 2020, 10:15 PM IST
Video:বেঙ্গালুরু থেকে দুরন্ত গতিতে ছুটছে ট্রেন, টেবিলের জলভর্তি গ্লাস থেকে জল পড়ল না এক ফোঁটাও
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: গত ছমাস ধরে হয়েছে লাইন মেরামতির কাজ। এখন বেঙ্গালুরু-মাইসুরু সফর আগের থেকে অনেক মসৃণ। কতটা আরামদায়ক, তা দেখাতেই শুক্রবার রাতে একটি ভিডিয়ো পোস্ট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

আরও পড়ুন-টানা ২৫ দিন ITU-তে থাকায় ক্রমশ জটিল হচ্ছে সৌমিত্রর শারীরিক অবস্থা 

রেলমন্ত্রীর পোস্ট করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরু-মাইসুরু রুটে দুরন্ত গতিতে দৌড়চ্ছে ট্রেন। ঝাঁকুনি সত্বেও টেবিলে রাখা জলভর্তি গ্লাস থেকে এক ফোঁটা জলও বাইরে পড়ছে না।

টুইটে রেলমন্ত্রী জানিয়েছেন, সফর এতটাই মসৃণ ছিল যে টেবিলে রাখা জলভর্তি গ্লাস থেকে এক ফোঁটা জলও বাইরে পড়ছে না। এর কারণ অত্যন্ত যত্ন নিয়ে বেঙ্গালুরু-মাইসুরু লাইনের মেরামতির কাজ করা হয়েছে গত কয়েক মাসে।

আরও পড়ুন-উঠতে দিতে হবে স্পেশাল ট্রেনে; যাত্রী বিক্ষোভে রণক্ষেত্র হাওড়া স্টেশন

রেল সূত্রে জানা গিয়েছে, ওই ১৩০ কিলোমিটার পথে গত ৬ মাসে খুঁটিয়ে মেরামতির কাজ করা হয়েছে। তার ফল মিলেছে। এতে খরচ হয়েছে ৪০ কোটি টাকা।

.