বিহার বোর্ডের পরীক্ষায় জালিয়াতি, বয়স ভাঁড়ানোয় ধৃত কলা বিভাগের টপার গণেশ কুমার
বিহার বোর্ডের পরীক্ষায় জালিয়াতির নয়া কীর্তি। বয়স ভাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার দায়ে ধৃত কলা বিভাগের টপার গণেশ কুমার। শুধু তাই নয়, সাতাশ বছর আগে উনিশশো নব্বইয়েও অন্য নামে উচ্চমাধ্যমিক দেয় সে। পুলিসের কাছে এনিয়ে অভিযোগ করে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি। এরপরই হাতে হাতকড়া পড়ে গণেশের। উনিশশো নব্বইয়ে গণেশ রাম নামে পরীক্ষায় বসেছিল সে। এবার সে অ্যাডমিশন ফর্মে নিজের বয়স লেখে চব্বিশ। প্রাথমিক তদন্তে পুলিসে জেনেছে, আসলে গণেশ কুমারের বয়স বিয়াল্লিশ। মেধা তালিকা থেকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে তার নাম।
ওয়েব ডেস্ক: বিহার বোর্ডের পরীক্ষায় জালিয়াতির নয়া কীর্তি। বয়স ভাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার দায়ে ধৃত কলা বিভাগের টপার গণেশ কুমার। শুধু তাই নয়, সাতাশ বছর আগে উনিশশো নব্বইয়েও অন্য নামে উচ্চমাধ্যমিক দেয় সে। পুলিসের কাছে এনিয়ে অভিযোগ করে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি। এরপরই হাতে হাতকড়া পড়ে গণেশের। উনিশশো নব্বইয়ে গণেশ রাম নামে পরীক্ষায় বসেছিল সে। এবার সে অ্যাডমিশন ফর্মে নিজের বয়স লেখে চব্বিশ। প্রাথমিক তদন্তে পুলিসে জেনেছে, আসলে গণেশ কুমারের বয়স বিয়াল্লিশ। মেধা তালিকা থেকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে তার নাম।
আরও পড়ুন আজ নির্বাচন কমিশনের ছুঁড়ে দেওয়া ইভিএম চ্যালেঞ্জ কীভাবে সামলায় রাজনৈতিক দলগুলি, দেখার সেটাই
ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা গণেশ, বিহারের সমস্তিপুর জেলার রাজনন্দন সিংহ-জগদীপ নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। মার্কশিট অনুযায়ী গণেশ হিন্দিতে একশোয় বিরানব্বই, সঙ্গীত থিওরিতে তিরিশে আঠেরো এবং প্র্যাকটিক্যালে সত্তরে পায় পয়ষট্টি। যদিও কলা বিভাগে প্রথম ঘোষিত হওয়ার পর সাংবাদিকরা তার মুখোমুখি হলে, প্রায় সবকিছুরই ভুল উত্তর দিয়ে বিতর্কে জড়ায় সে।