Bihar: বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলেই জানাতে হবে পুলিসকে, এমন ফরমানের কারণ জানলে তাজ্জব হবেন

Bihar: রাজের এডিজি আইন-শৃঙ্খলা সঞ্জয় সিং এনিয়ে সংবাদমাধ্যমে বলেন, দেখা গিয়েছে বিয়ের আনন্দ করতে গিয়ে অনেকের প্রাণ গিয়েছে, অনেকে আহতও হয়েছেন। কারণ আনন্দ করতে গিয়ে গুলি চালানো হচ্ছে। তাতেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাই যেখানে যত বিয়েবাড়ি, ধর্মশালা বা ব্যাঙ্কোয়ট হল রয়েছে তাদের বলা হচ্ছে বিয়ের অনুষ্ঠান হলেই খবর দিতে হবে

Updated By: Jul 1, 2023, 03:56 PM IST
Bihar: বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলেই জানাতে হবে পুলিসকে, এমন ফরমানের কারণ জানলে তাজ্জব হবেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বিয়েতে এবার জড়িয়ে গেল পুলিস। বাড়িতে বিয়ে শাদি থাকলেই তা জানাতে হবে পুলিসকে। এমনটাই ফরমান জারি করল বিহার পুলিস। মানুষ বিরক্ত হলেও বা শুনতে আশ্চর্য লাগলেও ওই ফরমানের পেছনে যুক্তি রয়েছে পুলিসের।

আরও পড়ুন-বন্দুক নয়; হাত জোড় করে ভোট প্রার্থনা, পঞ্চায়েতের ময়দানে মাও এরিয়া কমান্ডারের স্ত্রী  

বিহার পুলিসের দাবি রাজ্যের বহু বিয়েবাড়ির আনন্দ খুনখারাবিতে বদলে গিয়েছে। এক মুহূর্তে বিয়ের আনন্দ মাটি। নিভে গিয়েছে সব আলো। সেসব বন্ধ করতেই এই ব্যবস্থা। কীভাবে? পুলিস বলছে, বিয়ে বাড়িতে আনন্দের আতিসহ্যে গুলি চালিয়ে দেন অনেকে। আকাশে গুলি ছুড়তে গিয়ে কখনও প্রাণ গিয়েছে বরের তো কখনও কোনও বরযাত্রীর। কখনওবা অন্য কারও। এসব থামাতে হবে। তাই পুলিসের জানা উচিত কোথায় বিয়ে বাড়ি হচ্ছে।

রাজের এডিজি আইন-শৃঙ্খলা সঞ্জয় সিং এনিয়ে সংবাদমাধ্যমে বলেন, দেখা গিয়েছে বিয়ের আনন্দ করতে গিয়ে অনেকের প্রাণ গিয়েছে, অনেকে আহতও হয়েছেন। কারণ আনন্দ করতে গিয়ে গুলি চালানো হচ্ছে। তাতেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তাই যেখানে যত বিয়েবাড়ি, ধর্মশালা বা ব্যাঙ্কোয়ট হল রয়েছে তাদের বলা হচ্ছে বিয়ের অনুষ্ঠান হলেই খবর দিতে হবে।

পুলিসের নতুন গাইডলাইন অনুযায়ী, বিয়ে হল, লন, ব্যাঙ্কোয়েট হলে পর্যাপ্ত সংখ্যায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। যদি কেউ নিজের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান করতে চান তাহলে তাকে আগেভাবেই পুলিসকে জানাতে হবে। শুধু তাই নয়, তাঁরা বাড়িতে কোনও লাইসেন্স প্রাপ্ত অস্ত্র রয়েছে কিনা তাও পুলিসকে জানাতে হবে। এছাড়াও অতিথিদের নামের লিস্ট পুলিসের কাছে জমা দিতে হবে।

বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা-সহ ,গো বলয়ের বহু জায়গায় বিয়েবাড়ি, জন্মদিনের অনুষ্ঠান, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আনন্দে মাত্রা ছাড়িয়েছে লোকজন। নেশা করে মাতলামি তো রয়েইছে গুলি চালিয়েও আনন্দ করতে দেখা গিয়েছে বহুবার। আর তা করতে গিয়েই প্রাণ গিয়েছে অনেকের। মারাত্মক আহত হয়েছেন অনেকে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে বিহার সরকার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.