Mamata in Goa: মমতার গোয়া সফরের ঘোষণার পরই পাল্টা লড়াইয়ের ডাক বিজেপির

গত ২৯ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো। শুক্রবার তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Oct 23, 2021, 01:26 PM IST
Mamata in Goa: মমতার গোয়া সফরের ঘোষণার পরই পাল্টা লড়াইয়ের ডাক বিজেপির

নিজস্ব প্রতিবেদন:  মমতার গোয়া সফরের ঘোষণার পরই সক্রিয় বিজেপি। আাগামী ২৮ গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের গোয়া সফরের আগে সেখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে সব বিরোধী দল, ব্যক্তি ও সংগঠনকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা।

আরও পড়ুন-New Delta variant AY.4.2: নতুন ডেল্টা প্রজাতি ছড়াচ্ছে ইউরোপ-এশিয়ায়, ভাইরাস ঝড়ে বিপর্যস্ত ব্রিটেন

ইতিমধ্যেই গত ২৯ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো। শুক্রবার তাঁকে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি পদে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেলেইরোর পাশাপাশি তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার দুই ফুটবল তারকা ডেনজিল ফ্রাঙ্কো ও লেনি ডি গামা। এর পাশাপাশি মমতার গোয়া সফরের সময়ে রাজ্যের আরও বিশিষ্টজন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-Fuel Price Hike: মহার্ঘ্য জ্বালানি! এবার রাজ্যে সেঞ্চরি হাঁকাল ডিজেল   

এদিকে, মমতার গোয়া সফরের ঘোষণার পরই বিজেপির তরফে এক টুইট করে রাজ্যে ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই তৃণমূলকে নিশানা করার চেষ্টা হয়েছে। দলের তরফে নরেন্দ্র মোদীর নামে এক টুইট করে বলা হয়েছে, গোয়ায় ফুটবল নিয়ে উন্মাদনবা অন্যরকম। নতুন উদ্যেমে ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করবে গোয়া।

উত্তরবঙ্গ, সফর শেষ করেই ২৮ অক্টোবর গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, গত ১০ বছর ধরে অনেক কষ্ট করেছেন গোয়ার মানুষ। সকলে একজোট হলে গোয়ায় নতুন সরকার গঠন সম্ভব। নতুন সরকার মানুষের সরকার হোক। এক নতুন ভোর আসুক গোয়ায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.