যে কোনও সময় নির্বাচনে যেতে প্রস্তুত বিজেপি

সোমবার মোদী ক্যাম্প থেকে বিদায় নিলেন ১২ জন শীর্ষ নেতা। ভাঙন! না দল মনে করছে, শক্তি পরীক্ষার এটাই যোগ্য সময়। আগামী কয়েকদিনের মধ্যে মোদী ও রাজনাথ কমিটি গঠন করবেন। এরমধ্যেই নির্বাচনের কাজ শুরু করে দিতে চায় ভারতীয় জনতা দল। দলের শীর্ষ নেতারা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে শুরু করেছেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্বের একাংশ।

Updated By: Jul 8, 2013, 08:25 PM IST

সোমবার মোদী ক্যাম্প থেকে বিদায় নিলেন ১২ জন শীর্ষ নেতা। ভাঙন! না দল মনে করছে, শক্তি পরীক্ষার এটাই যোগ্য সময়। আগামী কয়েকদিনের মধ্যে মোদী ও রাজনাথ কমিটি গঠন করবেন। এরমধ্যেই নির্বাচনের কাজ শুরু করে দিতে চায় ভারতীয় জনতা দল। দলের শীর্ষ নেতারা তাঁদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে শুরু করেছেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্বের একাংশ।
সোমবার বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক শেষে অনন্ত কুমার জানিয়েছেন, এখনই নির্বাচনে যেতে চান তাঁরা। অনন্তের দাবি, এবং দুর্নীতি ও মূল্যবৃদ্ধির ইস্যুতে কংগ্রেসকে কিস্তিমাত করতে প্রস্তুত বিজেপি।
দলীয় স্তরে ভোটে যাওয়ার প্রাথমিক প্রস্তুতিও যে সারা হয়ে গিয়েছে, তা বোঝাতেই অনন্ত কুমার জানিয়েছেন, "দলের অন্তঃকলহের জেরে কংগ্রেস হয়তো এখনই নির্বাচন করাতে রাজি হবে না, বিজেপি যে কোনও মুহূর্তে ভোট করতে রাজি।" আগামিদিনে প্রচার কর্মসূচি হিসাবে বিজেপি দেশজুড়ে ১০০টি বড় সমাবেশের ডাক দেবে বলেও জানিয়েছেন অনন্ত।

.