কিংফিশারকে তেল সরবরাহ চালু করল এইচপিসিএল
অবশেষে কিছুটা স্বস্তি কিংফিশার এয়ারলাইন্স-এর। কিংফিশারকে বিমান চালানোর জ্বালানি সরবরাহ ফের চালু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)।
অবশেষে কিছুটা স্বস্তি কিংফিশার এয়ারলাইন্স-এর। কিংফিশারকে বিমান চালানোর জ্বালানি সরবরাহ ফের চালু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)। সংস্থা সূত্রে খবর, বুধবার রাতভর এইচপিসিএল-এর সঙ্গে দফায় দফায় আলোচনা চালায় কিংফিশার কর্তৃপক্ষ। দীর্ঘ আলোচনা শেষে বৃহস্পতিবার সকালে কিংফিশারের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি সরবরাহ শুরু করেছে এইচপিসিএল।
বকেয়া পাওনা না মেটানোর জন্য বুধবার সন্ধে থেকেই কিংফিশারকে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় এইচপিসিএল। তেল সংস্থার তরফে জানানো হয়, এইচপিসিএল-র কাছে জ্বালানির দাম বাবদ ৪২৫ কোটি টাকা বাকি রয়েছে কিংফিশারের। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জেরে মুম্বইয়ে ৬টি উড়ান বাতিল করে সংস্থা। দিল্লিতেও বেশ কিছু উড়ান দেরিতে চলে। তবে সাম্প্রতিকতম খবর, আপাতত সারা দেশে নির্দিষ্ট সময়েই চলছে কিংফিশারের সব উড়ান। কোনও উড়ান বাতিল করা হয়নি।