বাজেট ২০১৪-১৫, কর্পোরেট ভারত গড়তে অবাধ প্রবেশ এফডিআইয়ের, কৃষি-স্বাস্থ্য- শিল্পে সংস্করণের পথে, বাড়ল আয়করে ছাড়
বাজেট পেশ করতে লোকসভায় পৌছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ২০১৪-১৫ আর্থিক বছরের বাজেট পেশ করবেন তিনি। বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক সংস্থাগুলিতে ট্যাক্স ইনসেনটিভ ঘোষণা করতে পারেন তিনি। এরমধ্যেই ডিসেম্বর পর্যন্ত এটোমোবাইল ও অন্যান্য সেক্টরে আবগারি শুল্কে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিজেপি সরকার।
০১-২২-- দাম কমল
রঙিন টিভি, কম্পিউটার যন্ত্রাংশের দাম কমল
অপরিশোধিত তেলের দাম কমল
ছোট এলইডি, এলসিডির দাম কমল
সাবান তৈল্যজাত দ্রব্যের দাম কমল
ন্যাপথলিন, ভোজ্য তেল, স্টিল
গ্লিসারিন
হিরে
দামী পাথর
কয়লাজাত দ্রব্য
০১-১৫--দাম বাড়ছে-- সিগারেট, পান মশলা, গুটখা, ঠান্ডা পানীয়
০১.০৫-দাম কমছে-- জুতো, মোবাইল ফোন
০১.০০- ছোট এলইডি, এলসিডি, টিভি, কম্পিউটার যন্ত্রাংশের দাম কমল। কর কমায় দাম কমল অপরিশোধিত তেলের।
১২:৫৭- সারা দেশে অতিরিক্ত ৬০টি আয়কর সেবাকেন্দ্র গড়ে তোলা হবে।
গৃহঋণে ছাড় দেড় থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হল।
১২:৫৫- ভারতীয় দণ্ডবিধির ৮০সি ধারায় বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ থেকে বাড়িয়ে দেড় লক্ষ করা হল। করে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
১২:৫০- বয়স্কদের ক্ষেত্রে কর ছাড়ের সীমা ২.৫ থেকে বাড়িয়ে ৩ লক্ষ করা হল।
১২:৪৮- ছোট, মাঝারি ও বড় সেক্টরে কড় ছাড় ২ লক্ষ থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ করা হল।
বেশ কিছু সেক্টরে কর ছাড় দেওয়ার প্রস্তাব।
১২:৪৫-দিল্লি বিদ্যুত্ পরিষেবা পূণর্গঠনে ২০০ কোটি ও জল সরবরাহে ৫০০ কোটি টাকা বরাদ্দ।
১২:৪৩- দেশের উত্তর-পূর্বাঞ্চলকে রেলপথে সংযুক্ত করার খাতে ১০০০ কোটি টাকা বরাদ্দ।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে অরগানিক ফার্মিং গড়ে তোলার খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ।
কাশ্মীরিদের পূণর্বাসনের খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ।
১২:৪০-ক্রীড়াব্যবস্থা উন্নয়নের খাতে ২০০ কোটি বরাদ্দ। বেঙ্গালুরু ও ফরিদাবাদে গড়ে তোলা হবে বায়োটেক ক্লাস্টারস।
প্রতিরক্ষা খাতে ৫০০০ কোটি টাকা বরাদ্দ। নদী উন্নয়ন খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ।
দেশে উন্নত প্রযুক্তি ব্যবস্থা গড়ে তোলার খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
১২:৩০-বীমা বিল খুব তাড়াতাড়ি সংসদে পেশ করা হবে।
পিপিপি মডেলে সারা দেশে ১৫ হাজার কিলোমিটার গ্যাস পাইপলাইন গড়ে তোলা হবে। পরিকাঠামোর উন্নয়নে ব্যাঙ্কগুলিকে দীর্ঘকালীন ঋণ দিতে হবে।
১২:২০-পিপিপি মোডে দেশের নতুন বিমানবন্দর গড়ে তোলা হবে। এলাহাবাদ ও হরিদ্বারে ১৬২০ কিলোমিটার গঙ্গার উন্নয়নের খাতে জল মার্গ বিকাশ প্রকল্পে ৪২০০ কোটি টাকা বরাদ্দ।
১২:১০- জম্মু ও কাশ্মীরে পশমিনা শিল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ।
১২:০৮- দেশের হস্তশিল্প বাঁচিয়ে রাখার ক্ষেত্রে হস্তকলা অ্যাকাডেমি গড়ে তোলার খাতে ৩০ কোটি টাকা বরাদ্দ। বরেলি, লক্ষ্ণৌ, সুরাট, কচ্ছ, ভাগলপুর ও তামিলনাড়ুতে ৬টি টেক্সটাইল ক্লাস্টার গড়ে তোলার খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ।
১২:০৫- ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত রাজ্য সরকার ও মন্ত্রীদের ই-প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করা হবে।
১২:০৫- ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত রাজ্য সরকার ও মন্ত্রীদের ই-প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করা হবে।
১২:০০- দেশের ৫ লক্ষ গৃহহীন কৃষকের উন্নয়নের স্বার্থে টাকা বরাদ্দ করা হয়েছে। গবাদি পশুর দেখভাল ও নীল বিপ্লব মত্স্য প্রকল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ। চসতি বছরেই চালু হবে কিষাণ টেলিভিশন।
১১:৫৫- দেশের জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে ন্যাশনাল আ্যাডাপটেশন ফান্ড।
১১:৪৮-আমেদাবাদ ও লক্ষ্ণৌতে পিপিপি মডেলে মেট্রো রেলের উন্নয়নের খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ।
১১:৪৫-মাদ্রাসার আধুনিকীকরণে ১০০ কোটি টাকা বরাদ্দ।
১১:৪০- অন্ধ্রপ্রেদেশ ৪টি নতুন এইমস তৈরির ঘোষণা, পশ্চিমবঙ্গ, বিদর্ভ ও পূর্বাঞ্চলে এই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ। হিমাচল প্রদেশ, পঞ্জাব, বিহার, ওড়িশা ও মহারাষ্ট্রে ৫টি নতুন আইআইএম তৈরির ঘোষণা। জম্মু, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ, গোয়া ও কেরলে ৫টি নতুন আইআইটি তৈরির ঘোষণা।
১১:৩৮- প্রধানমন্ত্রী সড়ক যোজনায় উন্নয়নের খাতে ১৪ হাজার ৩৮৯ কোটি টাকা বরাদ্দ। জোর দিলেন এনআরইজি-এর ওপর।
১১:৩৬- দিল্লিতে মহিলাদের জন্য বিপর্যয় মোকাবিলা কেন্দ্র তৈরি করা হবে। নির্ভয়া তহবিল থেকে আসবে খরচ।
১১:৩৪- নারীশিক্ষার উন্নয়নে 'বেটি পড়াও, বেটি বাড়াও' যোজনার খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ।
সমাজে প্রতিবন্ধীদের অধিকার দাবি ও উন্নয়নের স্বার্থে নতুন যোজনা ঘোষণা করলেন জেটলি। অন্ধদের জন্য ব্রেলে ছাপা হবে নোট।
১১:৩২- কৃষিতে নিয়ে আসা হবে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা।
একতার লক্ষ্যে সর্দার পটেলের মূর্তি গড়তে গুজরাটকে ২০০ কোটি অনুদান দেওয়ার ঘোষণা করলেন জেটলি। তফশীলি জাতির উন্নয়নের স্বার্থে ৫০ হাজার ৫৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
গ্রামীণ এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুত সরবরাহের লক্ষ্যে দীন দয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা ঘোষণা করলেন জেটলি।
১১:৩০- সুস্থ ও পরিচ্ছন্নতার স্বচ্ছ ভারত অভিযান নিয়ে আসা হবে।
১১:২৫- স্কিল ইন্ডিয়া নামক একটি ন্যাশনাল স্কিল প্রোগ্রাম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। পর্যটন উন্নয়নের খাতে দেশের ৯টি বিমানবন্দের ই-ভিসা ব্যবস্থা চালু করা হবে।
১১টা ২২-দেশে ১০০টি উন্নত শহর তৈরি করতে উন্নয়নের খাতে ৭০৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বহু মানুষ এক শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছেন।
১১টা ২০- বাহ্যিক কোনও অনমোদন ছা়ড়াই প্রস্তুতকারকরা নিজেদের উত্পাদিত দ্রব্য বিক্রয় করতে পারবেন। বিদেশি বিনিয়োগ অন্তত ৪৯% করা হবে।
১১টা ১৭-কিছু বাছাই করা সেক্টরে এফডিআই নিয়ে আসার লক্ষ্যে বিজেপি সরকার কাজ করছে।
গ্রামীণ এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুত সরবরাহের লক্ষ্যে দীন দয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা ঘোষণা করলেন জেটলি।
১১:৩০- সুস্থ ও পরিচ্ছন্নতার স্বচ্ছ ভারত অভিযান নিয়ে আসা হবে।
১১:২৫- স্কিল ইন্ডিয়া নামক একটি ন্যাশনাল স্কিল প্রোগ্রাম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। পর্যটন উন্নয়নের খাতে দেশের ৯টি বিমানবন্দের ই-ভিসা ব্যবস্থা চালু করা হবে।
১১টা ২২-দেশে ১০০টি উন্নত শহর তৈরি করতে উন্নয়নের খাতে ৭০৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বহু মানুষ এক শহর থেকে অন্য শহরে চলে যাচ্ছেন।
১১টা ২০- বাহ্যিক কোনও অনমোদন ছা়ড়াই প্রস্তুতকারকরা নিজেদের উত্পাদিত দ্রব্য বিক্রয় করতে পারবেন। প্রতিরক্ষা ও বীমায় বিদেশি বিনিয়োগ অন্তত ৪৯% করা হবে।
১১টা ১৭-কিছু বাছাই করা সেক্টরে এফডিআই নিয়ে আসার লক্ষ্যে বিজেপি সরকার কাজ করছে।
১১টা ১৫-বিনিয়োগমুখী করব্যবস্থা চালু করা আামদের লক্ষ্য। কর-বহির্ভূত রাজস্ব বাড়াতে হবে। আগামী ৩-৪ বছরের মধ্যে ৭ থেকে ৮% বৃদ্ধি আশা করছি।
১১টা ১০- দুবছরের জিডিপি খুব কম ছিল, ভর্তুকির বোঝাও বেড়েছে। আমাদের লক্ষ্য ৪.১% বোঝা লাঘব করা। রাজস্ব বাড়ানো, রাজকোষ ঘাটতি কমিয়ে মূদ্রাস্ফীতি কমাতে হবে।
১১টা-বাজেট পেশ করে আমাদের যাত্রা শুরু করছি। অর্থনীতি স্থিতিশীল করাই আমাদের লক্ষ্য। দেশের অর্ধেকের বেশি মানুষ দারিদ্রসীমার নিচে। আমরা শক্তিশালী দেশ গড়তে চাই।
বাজেট পেশ করতে লোকসভায় পৌছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ২০১৪-১৫ আর্থিক বছরের বাজেট পেশ শুরু করলেন তিনি। বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক সংস্থাগুলিতে ট্যাক্স ইনসেনটিভ ঘোষণা করতে পারেন তিনি। এরমধ্যেই ডিসেম্বর পর্যন্ত এটোমোবাইল ও অন্যান্য সেক্টরে আবগারি শুল্কে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিজেপি সরকার।
বার্ষিক করে ছাড় পাওয়ার আশায় বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন চাকুরিজীবীরা। দেশের আর্থিক বৃদ্ধি বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে আজ বাজেট পেশ করবেন জেটলি। বিশ্বের বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখাও বাজেটের বড় চ্যালেঞ্জ।
সকাল ১১টায় শুরু হবে বাজেট পেশ।