কলকাতা পুলিসের বিরুদ্ধে সোমবার সকালেই সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই
আইনজ্ঞরা বলছে, সিবিআইয়ের অভিযোগ সত্যি বলে আদালত গ্রহণ করলে বিপদ বাড়তে পারে রাজীব কুমারের। সেক্ষেত্রে রাজ্য পুলিসের ডিজিকে আদালত নির্দেশ দিতে পারে রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজির করাতে।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিস ও পশ্চিমবঙ্গ পুলিসের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সোমবার সকালেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই।
সিবিআই সূত্রের খবর, রবিবার যে ভাবে সিবিআই আধিকারিককে বাধা দিয়েছে কলকাতা পুলিস তা আদালতের সামনে তুলে ধরবে তারা।
জানা গিয়েছে, সিবিআইয়ের যুক্তি ২০১৪ সালের সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডকাণ্ডের তদন্ত করছে তারা। সেই তদন্তে যে ভাবে তাদের গোয়েন্দারা বাধা পেয়েছেন তা নজিরবিহীন।
মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে, প্রাণ থাকতে মাথা নোয়াবো না, ধরনামঞ্চে বসে বললেন মমতা
আইনজ্ঞরা বলছে, সিবিআইয়ের অভিযোগ সত্যি বলে আদালত গ্রহণ করলে বিপদ বাড়তে পারে রাজীব কুমারের। সেক্ষেত্রে রাজ্য পুলিসের ডিজিকে আদালত নির্দেশ দিতে পারে রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজির করাতে।
সূত্রের খবর, সোমবার বেলা ১০.৩০ মিনিটে আদালত খুললেই আইনি পদক্ষেপ করবে সিবিআই।