আজ দুপুর ৩টেয় প্রকাশিত হবে CBSE দশম শ্রেণির পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট দেখে নিন

এবছর মোট ১৮ লক্ষ ৯৮ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী সিবিএসই দশম পরীক্ষায় বসেছে।  এছাড়া, ১৯ জন রুপান্তরকামী পরীক্ষায় বসেছেন

Updated By: Jul 15, 2020, 04:14 PM IST
আজ দুপুর ৩টেয় প্রকাশিত হবে CBSE দশম শ্রেণির পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট দেখে নিন
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কিছুক্ষণের অপেক্ষা। প্রকাশিত হতে চলেছে সিবিএসই-র দশম শ্রেণির ফল। ফলপ্রকাশ দুপুর তিনটেয়। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে জানিয়েছেন।

 কীভাবে জানবেন পরীক্ষার ফল--
প্রথমে    www.cbseresults.nic.in- সাইটে যেতে হবে।

সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (ক্লাস-XII) ২০২০, লেখা জায়গায় ক্লিক করতে হবে।

নতুন পেজ খুলবে।

এরপর অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর, স্কুল নম্বর, সেন্টার নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ইত্যাদি তথ্য দিতে হবে।
স্ক্রিনে ফুটে উঠবে নম্বর।

পেজটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
   এছাড়া ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআরএস-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জানতে পারবে। এবছর মোট ১৮ লক্ষ ৯৮ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী সিবিএসই দশম পরীক্ষায় বসেছে।  এছাড়া, ১৯ জন রুপান্তরকামী পরীক্ষায় বসেছেন

 

.