আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত ফেরারদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে অর্ডিন্যান্সে সায় কেন্দ্রের
আর্থিক কেলেঙ্কারি করে বিদেশে লুকিয়ে বসে থাকার দিন শেষ হতে চলেছে। এদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে অর্ডিন্যান্স জারির পক্ষেই সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
নিজস্ব প্রতিবেদন: আর্থিক কেলেঙ্কারি করে বিদেশে লুকিয়ে বসে থাকার দিন শেষ হতে চলেছে। এদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে অর্ডিন্যান্স জারির পক্ষেই সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
আরও পড়ুন-'আদালতকে অবমাননা করা হচ্ছে', কমিশনের বিরুদ্ধে ফের হাইকোর্টে বিজেপি
পিএনবি ব্যাঙ্ক জালিয়াতি প্রকাশ্যে আসার একদিন আগেই দেশ থেকে গায়েব হয়ে গিয়েছিল হিরে ব্যবসায়ী নীরব মোদী। তাকে দেশে ফেরাতে এখন নাজেহাল কেন্দ্রীয় সরকার। একই কাণ্ড করেছে কিংফিশারের মালিক বিজয় মালিয়াও। লাগাতার এমন ঘটনা ঘটতে থাকায় অর্ডিন্যান্স এনে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জোরাল দাবি উঠেছিল। এবার সেই লক্ষ্যেই অর্ডিন্যান্স আনছে সরকার।
আরও পড়ুন-জোটে সায় নিয়ে ভিন্ন দাবি ২ শিবিরের, সাধারণ সম্পাদক পথে থাকছেন সীতারামই
কী থাকছে ওই অর্ডিন্যান্সে? সূত্রের খবর, আর্থিক অপরাধে অভিযুক্ত যেসব অভিযুক্ত দেশ ফিরতে অস্বীকার করবে, যাদের বকেয়া ঋণের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি ও যেসব অভিযুক্তের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই আর্ডিন্যান্স।