`খুনি পাঞ্জা` বিপদে ফেলল মোদীকে, নোটিস ধরাল নির্বাচন কমিশন

কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর পর, এবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। নির্বাচন কমশিনের `র‌্যাডারে` গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। `খুনি পাঞ্জা` নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচনি বিধি ভঙ্গের নোটিস পাঠাল কমিশন। ভারতের গ্র্যান্ড পার্টি কংগ্রেসের রাজনৈতিক প্রতীককে `খুনি পাঞ্জা` বলে কটাক্ষ করেছিলেন মোদী। বিতর্ক দানা বাঁধে সেখানেই।

Updated By: Nov 13, 2013, 07:03 PM IST

কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর পর, এবার বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। নির্বাচন কমশিনের `র‌্যাডারে` গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। `খুনি পাঞ্জা` নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচনি বিধি ভঙ্গের নোটিস পাঠাল কমিশন। ভারতের গ্র্যান্ড পার্টি কংগ্রেসের রাজনৈতিক প্রতীককে `খুনি পাঞ্জা` বলে কটাক্ষ করেছিলেন মোদী। বিতর্ক দানা বাঁধে সেখানেই।
১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে মোদীকে জবাব দিতে বলেছে কমিশন। তা না হলে, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিছপা হবে না কমিশন। বিজেপি মুখপাত্র নির্মলা সীতারাম কমিশনের নোটিস পাঠানোর সমালোচনা করেছে। মোদী নির্বাচনি বিধি ভেঙেছেন এটা মানতে রাজি নয় বিজেপি। ঠিক সময়ে মোদী কমিশনের চিঠির জবাব দেবে বলে জানিয়েছে দল।
নির্বাচনি প্রচারে গিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী যে বক্তব্য রাখেন, তার বিরোধিতা করে কমিশনের দ্বারস্থ হয়ছিল কংগ্রেস। কংগ্রেসের আইন ও মানবাধিকার শাখার দায়িত্বে থাকা কে সি মিত্তল অভিযোগ করেন, "হাত আমাদের নির্বাচনি প্রতিক... ছত্তিশগড়ের সমাবেশে উনি (মোদী) এটাকে খুনি পাঞ্জা বলেছেন। তাঁর বয়ান নির্বাচনি বিধি বিরুদ্ধ ও অগণতান্ত্রীক।" মোদীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছে বিজেপি।

.