কংগ্রেসের মারাত্বক ভুল শুধরে নিচ্ছি আমরা, সিএবি নিয়ে রাহুলকে একহাত রিজেজুর

অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন বলেন, “আমাদের সংরক্ষিত এলাকায় শরণার্থীদের আশ্রয় দিয়ে কংগ্রেসই আইন লঙ্ঘন করেছে। কংগ্রেসের নীতির জন্যই অবৈধ শরণার্থীরা উত্তর-পূর্ব অঞ্চলে জায়গা পেয়েছে। আপনাদের মারাত্বক ভুলকে শুধরে নিচ্ছি আমরা।”

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Dec 12, 2019, 01:24 PM IST
কংগ্রেসের মারাত্বক ভুল শুধরে নিচ্ছি আমরা, সিএবি নিয়ে রাহুলকে একহাত রিজেজুর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী বিল ‘নাত্সির কপিবুক’, ‘উত্তর-পূর্ব রাজ্যে জনজাতিদের উচ্ছেদের পরিকল্পনা’- এমন বাক্যবাণে অমিত শাহকে একহাত নিলেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অভিযোগ, ওই বিল উত্তর-পূর্ব অঞ্চলের উপর অপরাধমূলক আক্রমণ ছিল। সে অঞ্চলে জনজাতির উপর আঘাত আনার চেষ্টা চলছে। কড়া জবাব এল মোদী সরকারের মন্ত্রী কিরেন রিজেজু।

অরুণাচল প্রদেশের সাংসদ কিরেন বলেন, “আমাদের সংরক্ষিত এলাকায় শরণার্থীদের আশ্রয় দিয়ে কংগ্রেসই আইন লঙ্ঘন করেছে। কংগ্রেসের নীতির জন্যই অবৈধ শরণার্থীরা উত্তর-পূর্ব অঞ্চলে জায়গা পেয়েছে। আপনাদের মারাত্বক ভুলকে শুধরে নিচ্ছি আমরা।” শরণার্থীরা ওই অঞ্চলে না স্থানীয় না তফসিলি নাগরিক বলে দাবি কিরেন রিজেজু।

আরও পড়ুন- ভায়াগ্রা মেশানো জল খেয়ে এক সপ্তাহ ধরে ‘তাণ্ডব’ চালাচ্ছে ৮০ হাজার ভেড়া!

গতকাল রাজ্যসভায় তুমুল বিতর্কের মধ্যে সিএবি পাশ করাতে সক্ষম হয় কেন্দ্র। সংসদে উপস্থিত ২৩০ সংসদের মধ্যে বিলের পক্ষে ভোট দেন ১২৫ সাংসদ। বিপক্ষে ১০৫। শিবসেনার ৩ সাংসদ ভোটদানে বিরত থাকেন। তবে, ওই বিল সংসদের উভয় কক্ষে পাশ হলেও  সুপ্রিম কোর্টের গেঁড়োয় ঝুলে রইল। আজই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের তরফে ওই বিলের বৈধতার প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

.