মহারাষ্ট্রের সাংলিতে করোনাআক্রান্ত একই পরিবারের ২৫ জন, জেনে নিন কীভাবে সংক্রমণ
সংলির জেলাশাসক অভিজিত্ চৌধুরি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইসলামপুর তহসিলের ওইসব লোকজন একই পরিবারের সদস্য। থাকতেন একটি ঘুপচি ঘরে। ২৪ ঘণ্টা তারা একে অপরের সংস্পর্শে এসেছিলেন
নিজস্ব প্রতিবেদেন: করোনাভাইরাসে বেশি আক্রান্ত মহারাষ্ট্র ও কেরলের মানুষ। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২১৫ জন। শুধু তাই নয়, সাংলির একটি পরিবারের ২৫ জনই আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।
আরও পড়ুন-কলকাতার বহুতলে বিধ্বংসী আগুন, লকডাউনের আবহে চাঞ্চল্য ছড়াল এলাকায়
কীভাবে এই সংক্রমণ? জেলা প্রসাশন সূত্রে খবর, ওই পরিবারের ৪ জন সম্প্রতি ফিরেছিলেন সৌদি আরব থেকে। ২৩ মার্চ তাদের লালারসের পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এক সপ্তাহের মধ্যেই পরিবারের ২১ জন করোনা আক্রান্ত হয়ে পড়ে। এদের মধ্যে ২ বছরের এক শিশুও রয়েছে।
সংলির জেলাশাসক অভিজিত্ চৌধুরি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ইসলামপুর তহসিলের ওইসব লোকজন একই পরিবারের সদস্য। থাকতেন একটি ঘুপচি ঘরে। ২৪ ঘণ্টা তারা একে অপরের সংস্পর্শে এসেছিলেন। তবে তাদের পরিবারের বাইরে কারও মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর নেই।
জেলা হাসপাতালের চিকিত্সক সি এস সালুখে জানিয়েছেন, আপাতত সংক্রমণের মাত্রা কম রয়েছে। এদের সবাইকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের মধ্যে এখনও করোনাভাইরাসের সংক্রমণ দেখা যায়নি।
আরও পড়ুন-Live: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০২৪, মৃত ২৭, রাজ্যে আক্রান্ত ২১
সাংলির জেলাশাসক আরও জানিয়েছেন, ওই পরিবারটির ৪ সদস্যকে সৌদি থেকে ফেরার পরই চিহ্নিত করা যায়নি। তাদের হোম কোয়ারেন্টাইনেই থাকা উচিত ছিল। প্রশাসন সন্দেহবশত ওই চারজনের লালারস পরীক্ষা করাতেই তারা ধরা পড়ে যায়। ওই গ্রামটির ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মানুষের চলাফেরায় কড়াকড়ি করা হয়েছে। পরিবারের সদস্যরা যাদের সঙ্গে মেলামেশা করেছিলেন তাদের মধ্যে ৩২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।