বাম দূর্গ অক্ষত রইল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বাম দূর্গ অক্ষত রইল। ছাত্র ভোটে বড় রকমের জয় পেল বাম ছাত্র জোট। ব্যাপক আসন কমল ABVP-র। চারটি পোর্ট ফোলিওর প্রতিটিতে জয় পেয়েছেন SFI-AISAর জোট। একত্রিশটির মধ্যে তিরিশটি কাউন্সিলর আসনেই জয় হয়েছে বাম ছাত্রদের। আর ABVP-র আসন এগারো থেকে কমে হয়েছে এক।কানহাইয়া কুমার কাণ্ডের পর উত্তপ্ত হয়ে ওঠে JNU-র পরিস্থিতি। জাতীয়তাবাদী ইস্যুতে ক্যাম্পাসের ভিতরে বাইরে সুর চড়ায় ABVP। তবে ভোটে তার কোনও প্রভাবই পড়ল না। অন্য দিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে নিজেদের প্রাধান্য বজায় রেখেছে ABVP। যদিও  ৪টি পোর্টফোলিওর একটিতে জিতে গেছে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI।

Updated By: Sep 11, 2016, 01:45 PM IST
বাম দূর্গ অক্ষত রইল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে

ওয়েব ডেস্ক: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বাম দূর্গ অক্ষত রইল। ছাত্র ভোটে বড় রকমের জয় পেল বাম ছাত্র জোট। ব্যাপক আসন কমল ABVP-র। চারটি পোর্ট ফোলিওর প্রতিটিতে জয় পেয়েছেন SFI-AISAর জোট। একত্রিশটির মধ্যে তিরিশটি কাউন্সিলর আসনেই জয় হয়েছে বাম ছাত্রদের। আর ABVP-র আসন এগারো থেকে কমে হয়েছে এক।কানহাইয়া কুমার কাণ্ডের পর উত্তপ্ত হয়ে ওঠে JNU-র পরিস্থিতি। জাতীয়তাবাদী ইস্যুতে ক্যাম্পাসের ভিতরে বাইরে সুর চড়ায় ABVP। তবে ভোটে তার কোনও প্রভাবই পড়ল না। অন্য দিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে নিজেদের প্রাধান্য বজায় রেখেছে ABVP। যদিও  ৪টি পোর্টফোলিওর একটিতে জিতে গেছে কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI।

.